NE UpdatesAnalyticsBreaking News

দু’দিন কমে বাজেট অধিবেশন শেষ হচ্ছে ২৬ ফেব্রুয়ারি

গুয়াহাটি, ২২ ফেব্রুয়ারি : আসাম বিধানসভার বাজেট অধিবেশনের দিনক্ষণ ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত কমিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় এ কথা ঘোষণা করেন অধ্যক্ষ বিশ্বজিত দৈমারি। তিনি এ দিন বিধানসভায় জানান, আগে বাজেট অধিবেশন ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা ছিল। এ বার ২৭ ও ২৮ ফেব্রুয়ারির কার্যসূচি হ্রাস করে ২৬ ফেব্রুয়ারি শেষ করা হবে। এ বার কার্যসূচি চলবে ২৩ ও ২৬ ফেব্রুয়ারি। এই দু’দিনে দুই বেলাই অধিবেশন চলবে।

Rananuj

উল্লেখ্য গত ৫ ফেব্রুয়ারি থেকে আসাম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছিল। ৬ ও ৭ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণের ধন্যবাদসূচক প্রস্তাব সম্পর্কে আলোচনা হয়। এরপর কয়েকটা দিন অধিবেশনের কাজকর্মের পর ১২ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী অজন্তা নেওগ ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করেন। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি চলতি অর্থ বর্ষের বাজেট সম্পর্কে আলোচনা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker