Barak UpdatesHappeningsBreaking News

এবার নকল সরবরাহ করে সাসপেন্ড অধ্যক্ষ সিদ্ধার্থশঙ্কর

ওয়েটুবরাক, ২১ ফেব্রুয়ারি : পরীক্ষার্থীকে নকল সরবরাহের অভিযোগে সাসপেন্ড হলেন কলেজ অধ্যক্ষ৷ মঙ্গলবার কাছাড় কলেজে নকল করার সময় দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হাতেনাতে ধরা পড়লে তারা অধ্যক্ষ সিদ্ধার্থশঙ্কর নাথের নাম উল্লেখ করেন৷ পরীক্ষার্থী দুজন অধ্যক্ষের ঘনিষ্ঠ আত্মীয়৷ তাদের পরীক্ষার জন্য নিজের অফিসকক্ষের পাশেই সিকরুমের ব্যবস্থা করা হয়েছিল৷ ইনভেজিলেটরের বদলে একজন চতুর্থশ্রেণির কর্মীকে বসিয়ে রাখা হয়েছিল সেখানে৷ অভিযোগ, ওই কর্মীকে দিয়েই নকল সরবরাহ করছিলেন অধ্যক্ষ নাথ৷ উচ্চ শিক্ষা ডিরেক্টর এইসব অভিযোগের প্রেক্ষিতে তাঁকে সাসপেন্ড করেন৷ এর আগেও তাঁকে একবার পরীক্ষাকাণ্ডে সাসপেন্ড করা হয়েছিল৷ মঙ্গলবার নকল সরবরাহে অধ্যক্ষের নাম জড়িয়ে পড়ার কথা অতিরিক্ত জেলাশাসক অন্তরা সেন সাংবাদিকদের জানাতেই এসিটিএর কাছাড় কলেজ শাখা বৈঠকে বসে৷ তারা অধ্যক্ষ নাথের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে উচ্চ শিক্ষা অধিকর্তাকে স্মারকপত্র পাঠিয়েছিলেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker