Barak UpdatesHappeningsBreaking News
দুই সমাজসেবী-চিকিৎসককে করিমগঞ্জ বিবেকানন্দ কেন্দ্রের সংবর্ধনা
ওয়েটুবরাক, ১ জুলাইঃ জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে করিমগঞ্জে দুই সমাজসেবী-চিকিৎসক কমলেশ দে এবং দুর্বাদল দাস কে সংবর্ধনা জানালো বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী করিমগঞ্জ কার্যস্থান। এদিন সংগঠনের পক্ষ থেকে তাঁদের উত্তরীয়, বিবেকানন্দের পুস্তক এবং স্মারক উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এতে অংশ নেন সংগঠনের পক্ষে মৃণালকান্তি দত্ত, বিষ্ণুপদ নাগ, মিতালি নাথ ও অরূপ রায় ।
সংবর্ধনার জবাবে শিশু বিশেষজ্ঞ কমলেশ দে বলেন, এমন দিনে সংবর্ধনা পেয়ে তাঁরা আপ্লুত। করোনাকালে চিকিৎসকরা ভারত সহ গোটা বিশ্বে মানবসেবার নজির সৃষ্টি করেছেন বলে উল্লেখ করেন তিনি। হোমিওপ্যাথিক চিকিৎসক দুর্বাদল দাস বলেন, যাঁকে উপলক্ষ করে এই চিকিৎসক দিবস, সেই মহান ব্যক্তিত্ব ডা. বিধান চন্দ্র রায়ের জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন।
প্রাক্তন অধ্যাপক মৃণাল কান্তি দত্ত বলেন, শুধু ক্যালেন্ডারের পাতায় চিকিৎসক দিবস বলে চিকিৎসকদের সম্মান দিলে হবে না। প্রতিটি দিন চিকিৎসকদের আত্মত্যাগের সম্মান জানাতে হবে । এই মহৎ পেশার সঙ্গে যুক্ত ডাক্তারদের কর্মনিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানান। বলেন, আমরা যে দুজনকে সম্মান জানাতে পেরেছি, তারা শুধু চিকিৎসা সেবায় নয় সামাজিক কাজেও নিজেদের অবদান রেখে যাচ্ছেন।