Barak UpdatesHappeningsBreaking News
দীপায়নের হাত ধরে শিলচর রাঙ্গিরখাড়ি রোটারিতে ভূমিপূজন, বসছে নেতাজির নতুন মূর্তি
ওয়ে টু বরাক, ২৯ ডিসেম্বর : ভূমি পূজনের মাধ্যমে শিলচর রাঙ্গিরখাড়িতে নতুন মূর্তি বসানোর কাজ শুরু হলো। এ দিন পূর্ণ আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রোটারির ভেতর বসে এই ভূমিপূজন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিধায়ক আবার নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির আহ্বায়কও। তাই তাঁকে কেন্দ্র করেই এ দিন পুরোহিতের মন্ত্রোচ্চারণে পূজা পাঠ হয়েছে। পুরোহিতের সামনে এই কাজের সংকল্প করেন বিধায়ক নিজেই।
বিধায়ক ছাড়াও এ দিন এই ভূমিপূজন অনুষ্ঠানে কমিটির অন্য কর্মকর্তারাও ছিলেন। দেখা গিয়েছে, দীপায়নের পাশে বসেই ভক্তি নিবেদন করেছেন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, নীহাররঞ্জন পাল প্রমুখ। পূজাপাঠের পর শান্তির জল যেমন সবাই মাথায় নিয়েছেন, তেমনি প্রসাদ গ্রহণও করেন উপস্থিত সবাই। অর্থাৎ শাস্ত্র-বিধি মতেই রবিবার দুপুরে সব কাজ হয়েছে। পরে দীপায়ন নতুন নেতাজি মূর্তি বসানোর বেদি তৈরির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপনও করেন। এই ভিত্তিস্থাপন পর্বে আরও অনেকেই সেখানে এগিয়ে আসেন।
অন্যদিকে এ দিন এই মূর্তি স্থাপনের জন্য শিলচরের জনগণের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে কমিটি। এই আবেদনে সাড়া দিয়ে কমিটির সদস্যদের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দিয়েছেন শহরের বিশিষ্ট নাগরিক অংশুকুমার রায়। পরে বিধায়ক সংবাদ মাধমের সামনে নতুন নেতাজি মূর্তি স্থাপন নিয়ে তাদের প্রস্তুতি ও কাজের অগ্রগতির কথা তুলে ধরেন।
কমিটির আহ্বায়ক তথা বিধায়ক চক্রবর্তী জানান, আগামী ২৩ জানুয়ারি নবনির্মিত মূর্তি রাঙ্গিরখাড়িতে প্রতিস্থাপিত হবে। এই কর্মকাণ্ডকে সামনে রেখেই এ দিন ওই জায়গায় ভূমিপূজনের আয়োজন করা হয়েছে। এখানে সাড়ে ৯ ফুট উঁচু পদতলের ওপর ১০ ফুট উঁচু বিশাল এই মূর্তি বসবে। এর মধ্যেই শিলচরে মূর্তি এসে পৌছবে। কমিটির কর্তারা আগেই জানিয়েছিলেন, রাঙ্গিরখাড়ি থেকে পুরনো নেতাজি মূর্তি সরিয়ে নেওয়া হবে। অস্থায়ী হলেও বেদী নির্মাণ করে ওই মূর্তি গান্ধী পার্কে রাখা হবে। নতুন রোটারি নির্মাণের কাজ শুরু করার জন্য পুরনো রোটারি ভাঙার কাজ শুরু হবে। দীপায়ন জানান, নতুন মূর্তি নির্মাণ করেছেন বিখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ। আর সেই মূর্তি বসানোর জন্য রোটারি নির্মাণ সহ আনুষঙ্গিক কাজ করবেন ইঞ্জিনিয়ার সৌগত সোম।