Barak UpdatesHappeningsBreaking News

সঙ্কট বাড়ছে বন্যার্তদের, উদ্ধারে ওড়িশা থেকে এসেছে এনডিআরএফ

ওয়েটুবরাক, ২১ জুন : সময় যত গড়াচ্ছে, শিলচরবাসীর অসহায়ত্ব ক্রমে বাড়ছে৷ নদীর জল অধিকাংশ সময় স্থিতিশীল থাকলেও বাঁধভাঙা জল নাগাড়ে শহরে ঢুকছে৷ প্লাবিত করছে নতুন নতুন এলাকা৷ সোমবার যে সব এলাকা ডুবেছিল, মঙ্গলবার সেদিকে জলের উচ্চতা বেড়ে চলেছে৷ নিরাপদ ভেবে যারা দোতলা বাড়িতে থেকে গিয়েছিলেন, সোমবার রাতে তাঁদের বিপন্নবোধ বেড়ে যায়৷ বহু এলাকায় জল একতলা ছাপিয়ে যায়৷ কিন্তু রাস্তায় তখন আর নামার সুযোগ নেই৷

Rananuj

অনেক জায়গায় বিদ্যুৎ নেই, বহু মানুষের মোবাইলের চার্জ ফুরিয়ে গিয়েছে৷ ফলে কাউকে বিপদের কথা জানাতেও পারেননি৷ ওই অবস্থাতেই রাত কেটেছে৷ বৃদ্ধ-বৃদ্ধা, প্রসূতিরা চরম অসহায় অবস্থায়৷ অনেকে প্রশাসনের হেল্পলাইন নম্বরে বারবার ফোন করেও ব্যর্থ হয়েছেন৷  একই অবস্থা মঙ্গলবার দিনের বেলায়ও৷ এই সময়ে বহুতল বাড়িতে যারা রয়েছেন, তাদের কাছে আরেক বিপদ, আবাসনে জল নেই৷ জলের জন্য হাহাকার অবস্থা৷ কেউ কোনও সাহায্য পাচ্ছেন না৷

এত অসহায়ত্ব, বিবর্ণ দিনপঞ্জির মধ্যেও স্বস্তির কথা, মঙ্গলবার সকালে এনডিআরএফের একশোজনের একটি দল ওড়িশা থেকে শিলচরে এসে পৌঁছেছে৷ জেলা ক্রীড়া সংস্থায় তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে৷ এখন ওই বিশেষ ভাবে প্রশিক্ষিত বাহিনী উদ্ধারে নিয়োজিত হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker