Barak Updates
দিগরখাল সারদা বিদ্যাপীঠে রবীন্দ্র জয়ন্তী পালন
৯ মে : নাচ গান আবৃত্তি বত্তৃতা ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী পালন করল দিগরখাল অঞ্চলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সারদা বিদ্যাপীঠ। বৃহস্পতিবার বিশ্বকবির প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন পরিচালন সমিতির সভাপতি বিভাস রঞ্জন দাস। মাল্যদান করেন বিদ্যাপীঠের সহকারী শিক্ষক গণেশ রায়। এরপর বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীরা কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
ছাত্র ছাত্রীরা এক নজরকাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। বিদ্যালয়ের প্রার্থনা সঙ্গীত ‘মঙ্গল দ্বীপ জ্বেলে ‘গানটি দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভারম্ভ হয়। পড়ুয়ারা নাচ গান আবৃত্তি ও বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানকে সাজিয়ে তোলে। একে একে পড়ুয়ারা নিজেদের পরিবেশনের মাধ্যমে দর্শকদের নজর কাড়ে। বিশেষ করে শিশুশিল্পীদের পরিবেশনা সকলকে তাক লাগিয়ে দেয়। দর্শকশ্রোতারা বিদ্যাপীঠের পড়ুয়াদের ভুয়সী প্রশংসা করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সুমন দাস, সহকারী শিক্ষক গণেশ রায় প্রমুখ। বক্তারা বলেন, বিশ্বকবি সবসময়ই প্রাসঙ্গিক। তাঁর পুঁথিগত বিদ্যার উল্লেখযোগ্য শংসাপত্র না থাকলেও নিজের প্রতিভার মাধ্যমে বিশ্ববাসীকে সাহিত্যের অপার ভান্ডার উপহার দিয়ে গেছেন। সাহিত্যে ও সংস্কৃতির সব আঙিনায় ছিল কবিগুরুর অবাধ বিচরণ। বক্তারা উপস্থিত অভিভাবকদের অনুরোধ রাখেন নিজেদের শিশুদের রবীন্দ্রনাথ সম্পর্কে ভালো করে জানানোর জন্য। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।