NE UpdatesAnalyticsBreaking News
ত্রিপুরায় আসন্ন ভোটের জন্য ৪৬ জনের প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট
ওয়ে টু বরাক, ২৫ জানুয়ারি ঃ আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। এই তালিকা অনুযায়ী এ বার ভোটে ৪৬ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তবে বাকি আসনগুলোর মধ্যে ১৩টিতে লড়বে জোটের শরিক দল কংগ্রেস। আর একটি আসনে নির্দল প্রার্থীকে সমর্থন করবে বামফ্রন্ট। বুধবার আগরতলায় সিপিএম রাজ্য কমিটির কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন দলের রাজ্য কমিটির আহ্বায়ক নারায়ণ কর।
বামফ্রণ্ট যে ৪৬টি আসনে প্রার্থী দিয়েছে, তার মধ্যে ৪৩টি আসনে লড়বে সিপিএম। বাকি তিনটি আসনের মধ্যে সিপিআই, আরএসপি ও ফরোয়ার্ড ব্লক একটি করে আসনে লড়বে। এ বার মোট ২৪টি আসনে নতুন মুখ নিয়ে এসেছে সিপিএম। আবার প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ মোট ৮ জন বর্তমান বিধায়ককে।