NE UpdatesHappeningsBreaking News
তেজপুর থেকে চালু স্পাইস জেটের বিমান
তেজপুর, ২৫ জুন : তেজপুরের শালনিবাড়ি বিমানবন্দরে রবিবার থেকে যাত্রা শুরু করল তৃতীয় বিমানটি। প্রথম দিনই মোট ৩০ যাত্রী নিয়ে তেজপুর থেকে কলকাতা রওনা দেয় স্পাইস জেটের এই বিমান। এই বিমানে মোট ৭০টি আসন রয়েছে। উল্লেখ্য, তেজপুর থেকে কলকাতার সঙ্গে সংযোগকারী এই বিমানের জন্য স্থানীয় জনগণ গত কিছুদিন থেকেই দাবি জানিয়ে আসছিলেন।
এছাড়াও অন্য দুটি এয়ারলাইন্সের বিমান গুয়াহাটি, পাশিঘাট ও তেজপুর হয়ে কলকাতা দৈনিক চলাচল করছে। আগে সপ্তাহে তিনদিন কলকাতা সংযোগকারী বিমান চলাচল করেছে। কিন্তু সেটি এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিজেদের খেয়ালখুশিমতো চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। শুধুমাত্র তেজপুর শহর থেকে একটি বিমান চালু করার জন্য দাবি থাকলেও তাতে সরকার গুরুত্ব দেয়নি।
উল্লেখ্য, তেজপুর বিমানবন্দরটি তেজপুর এয়ারফোর্স স্টেশনের সঙ্গে যুক্ত থাকায় এখানে বহু সাধারণ যাত্রীর প্রবেশে মারাত্মক অসুবিধা হয়। এর ফলে যাত্রী কমে যাওয়ায় বিমান চলাচলও হ্রাস পেয়েছে। আগে দুটি এয়ারলাইন্সের বিমান সকাল সাড়ে ১০টা ও দুপুর দেড়টায় চলাচল করত। এ বার স্পাইস জেটের নতুন বিমান চালু হওয়ায় প্রতিদিন মোট ৩টি বিমান তেজপুর থেকে আকাশে উড়বে।