India & World UpdatesHappeningsSportsBreaking News
তিরন্দাজিতে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের অদিতি গোপীচন্দ স্বামী
ওয়েটুবরাক, ৫ আগস্ট : ইতিহাস গড়লেন অদিতি গোপীচন্দ স্বামী। তিরন্দাজিতে বিশ্বচ্যাম্পিয়ন হলেন তিনি, ভারতের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন। ১৪৭-১৪৯ ব্যবধানে হারালেন মেক্সিকোর আন্দ্রেয়া বেকেরাকে।
শুক্রবার ভারতীয় মহিলা দল কম্পাউন্ড বিভাগে সোনা জিতেছিল। তিরন্দাজির দলগত প্রতিযোগিতায় এর আগে ভারত কখনও সোনা জিততে পারেনি। সেই দলেও ছিলেন অদিতি। তিনি ছাড়াও ভারতীয় দলে ছিলেন জ্যোতি সুরেখা ভেন্নাম এবং পরনীত কৌর। ফাইনালে তাঁরা ২৩৫-২২৯ ব্যবধানে হারিয়েছিলেন মেক্সিকোকে। এ বার ব্যক্তিগত বিভাগেও সোনা জিতলেন ১৭ বছরের অদিতি।
মাত্র ১১ বছর বয়সে তিরন্দাজি শুরু করেছিলেন। এই বছরের শুরুতে তিরন্দাজির বিশ্বকাপে অনূর্ধ্ব-১৮ বিভাগে রেকর্ড গড়েছিলেন তিনি। ৭২০ পয়েন্টের মধ্যে ৭১১ পেয়েছিলেন তিনি। আমেরিকার লিকা অ্যারিয়োলাকে ছ’পয়েন্টে হারিয়ে দিয়েছিলেন অদিতি। গত মাসে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। ভারতের চতুর্থ মেয়ে হিসাবে সোনা জিতেছিলেন।