Barak UpdatesHappeningsBreaking News

তমাল-মিসবাহুলকে জেতাতে ফোরাম ফর সোশ্যাল হারমনির আহ্বান

ওয়েটুবরাক, ১২ মার্চ: এবারের নির্বাচনে নাগরিকত্ব, কৃষক আন্দোলন ইত্যাদির প্রশ্নে  বিজেপি দলকে পরাস্ত করার আহ্বান জানিয়েছে ফোরাম ফর সোশ্যাল হারমনি৷ একই সঙ্গে ফোরামের কাছাড় জেলা কমিটি দু’টি কেন্দ্রের দু’জন প্রার্থীকে সক্রিয় সমর্থন জানাচ্ছে। কংগ্রেসের মনোনীত শিলচরের প্রার্থী তমালকান্তি বণিক ও বড়খলার প্রার্থী মিসবাহুল ইসলাম লস্কর বিগত দিনে ফোরামের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং এই দুই প্রার্থী তাদের স্বচ্ছ ভাবমূর্তি, ব্যক্তিত্ব ও উচ্চ সাংস্কৃতিক চেতনা দিয়ে জনগণের স্বার্থে কাজ করে যাবেন বলে ফোরাম মনে করে।

Rananuj

‘চরম ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানোর লক্ষ্যে’ শিলচর আসনে মহাজোটের প্রার্থী তমাল কান্তি বণিক ও বড়খলা আসনে মহাজোটের প্রার্থী মিসবাহুল ইসলাম লস্করকে ভোটদানের অনুরোধ জানানো হয়৷ বাকি আসনগুলিতে বিজেপিকে পরাস্ত করতে সক্ষম প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ফোরাম ফর সোশ্যাল হারমনির কাছাড় জেলা কমিটির দুই আহ্বায়ক অরিন্দম দেব ও ফরিদুল হক লস্কর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker