NE UpdatesHappeningsBreaking News
ডেঙ্গু ছড়াচ্ছে আসামে, উদ্বেগ
ওয়েটুবরাক, ৯ নভেম্বর: আসামে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। ১ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত ৩৬৯ জনের শরীরে ডেঙ্গু ধরা পড়েছে। সবচেয়ে শোচনীয় অবস্থা কার্বি আংলংয়ে। ওই জেলাতেই আক্রান্তের সংখ্যা ৩৪৪ জন। ফলে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। জানুয়ারি থেকে এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪২৫। সেখানে মশা তাড়ানোর ফগিং যন্ত্র নগাঁও ও মরিগাঁও থেকে আনানো হয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশনের সঞ্চালক লক্ষ্মীপ্রিয়া নিজে ডিফুতে থেকে পরিস্থিতি তদারক করছেন।
কামরূপ মহানগরেও আক্রান্ত হয়েছেন ১১ জন। ডিমা হাসাওয়েও ডেঙ্গু ধরা পড়ায় উদ্বেগ দেখা দিয়েছে৷ এ ছাড়া নলবাড়ি, শিবসাগর, দরং, ডিব্রুগড়, নগাঁও, শোণিতপুর, তিনসুকিয়া, ওদালগুড়িতেও ডেঙ্গু ধরা পড়েছে। গুয়াহাটিতে একজন আক্রান্তের মৃত্যু হয়েছে। ৬ জন হাসপাতালে ভর্তি। রাজ্যে ২০২১ সালে মাত্র ১০৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন।