HappeningsBreaking News
ডি ভোটারঃ চন্দ্রমোহনের সঙ্গে বিতর্কে কমলাক্ষ
ডি ভোটার সংক্রান্ত মূল প্রশ্নটি এনেছিলেন বিধায়ক শেরমান আলি আহমদ। কিন্তু ডি ভোটার সম্পর্কে মন্ত্রী সঠিক তথ্য দিতে পারছিলেন না। তিনি বিধানসভায় জানান, ডি ভোটার মামলা এমনিই হয়ে যায় না। প্রাথমিক তদন্তের পরই পুলিশ সুপার নোটিশ পাঠায়। তীব্র আপত্তি জানান কমলাক্ষ দে পুরকায়স্থ। চন্দ্রমোহন পাটোয়ারি তখন তাঁকে আঙুল নামিয়ে কথা বলতে বলেন। কমলাক্ষ দে পুরকায়স্থের র বক্তব্য, মূল প্রসঙ্গ এড়ানোর জন্যই মন্ত্রী আঙুলের কথা বলছেন। সরকার ডি ভোটার নিয়ে উল্টোপাল্টা তথ্য দিচ্ছে। প্রয়োজনীয় কিছু স্পষ্ট জিজ্ঞেস করে জবাব মেলে না। সে সময় কমলাক্ষবাবুর পাশে দাঁড়ান আরেক বিধায়ক আব্দুল খালেক। তাঁদের দাবি, ডি ভোটারের নামে হেনস্তা বন্ধ হোক। মন্ত্রী পাটোয়ারিও তর্ক জুড়ে দেন। অধ্যক্ষ হীতেন্দ্রনাথ গোস্বামী তখন তাতে হস্তক্ষেপ করেন। তিনি বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ। সে জন্য এ নিয়ে বিস্তৃত আলোচনার প্রয়োজন রয়েছে। তাই তিনিই একদিন বিধানসভা অধিবেশনের বাইরে সর্বদলীয় বৈঠক ডাকবেন।