India & World UpdatesHappeningsCultureBreaking News
টলিউডে শুটিংয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার, হবে না রিয়েলিটি শো
৩১ মে : ১ জুন থেকে ফের চালু করা যাবে শুটিং। তবে শুরুতে শুধুই ইনডোর এবং আউটডোর শুটিং৷ এখনই রিয়েলিটি শো নয়। পশ্চিমবঙ্গ সরকারের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, একটি শুটিং ইউনিটে ৩৫ জনের বেশি লোক রাখা যাবে না।
বৃহস্পতিবার মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে আর্টিস্ট ফোরাম, ইম্পা, ফেডারেশন, প্রোডিউসারস গিল্ড এবং বিভিন্ন চ্যানেলের কর্মকর্তারা এক বৈঠকে বসেন। সুরক্ষা বিধি মেনে কী ভাবে আবার শুটিং শুরু করা যায়, আলোচনা হয় ওই বৈঠকে। ঠিক হয়, আগামী মঙ্গলবার প্রত্যেকটি সংগঠন আলাদা ভাবে সুরক্ষাবিধি মেনে শুটিং চালু নিয়ে নিজেদের মতামত জানাবে। সেই মিটিংয়ে যা সিদ্ধান্ত নেওয়া হবে তাতে সকলে একমত হলে ৪ জুন মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে তা পেশ করা হবে। মন্ত্রীর সম্মতিক্রমে সেই পরিকল্পনা পাঠানো হবে রাজ্য সরকারকে। সেখান থেকে সবুজ সংকেত পাওয়া গেলেই পুনরায় শুরু হবে শুটিং।
কিন্তু ওই প্রক্রিয়া শুরুর আগেই শনিবার রাতে শুটিঙের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়৷ অ্যাসোসিয়েশন অব টেলিভিশন প্রডিউসারস-এর সভাপতি, পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায় বলেন, আগের সিদ্ধান্ত মেনেই তাঁরা ২ ও ৪ জুন সভায় বসবেন৷ সুরক্ষা বিধি তৈরি করবেন৷ এর পরই শুটিং শুরু হবে৷
ম্যাজিক মোমেন্টসের কর্ণধার লীনা গাঙ্গুলি শোনান, ৭-৮ জুন শুটিং শুরু হতে পারে৷ তবে সবাই উন্মুখ, কবে ফের স্টুডিওর দরজা খোলা যাবে৷ অপেক্ষায় দর্শকরাও৷