HappeningsBreaking News
ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সরবরাহ, ৫০০ মেগাওয়াট ঘাটতি রাজ্যে
১৭ এপ্রিলঃ বুধবার সকালে আসাম ও উত্তর পূর্বের কয়েকটি রাজ্যের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে বিদ্যুত সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর প্রেক্ষিতে আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি রাজ্যে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কর্তন করতে বাধ্য হয়েছে। এই ঘূর্ণিঝড়ে আসামের বেশকিছু স্থানে বিদ্যুৎ সরবরাহের তার ছিড়ে পড়ায় জোগান স্বাভাবিকের থেকে কম করতে বাধ্য হয়েছে কোম্পানি। বিদ্যুৎ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বুধবার কোম্পানির পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, বেশ কয়েকটি স্থানে বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় কোম্পানি জোগান কম করতে বাধ্য হয়েছে। কোম্পানি এই পরিস্থিতিতে গ্রাহকদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
টুইট বার্তায় এপিডিসিএল জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে। কোম্পানি এও বলেছে, এই অনিবার্য কারণে রাজ্যে ৫০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। প্রসঙ্গত, বুধবার সকালে ঝড়ো হাওয়ায় আসাম সহ উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু স্থানে গাছ পড়ে বিদ্যুৎ লাইন ছিড়ে গেছে। অনেক বাড়িঘরের চাল দমকা হাওয়ায় উড়িয়ে নিয়ে গেছে।