Barak UpdatesHappeningsBreaking News
জিরিঘাট থেকে ১০ লক্ষের হেরোইন বাজেয়াপ্ত, গ্রেফতার পাচারকারী
ওয়ে টু বরাক, ২২ অক্টোবর ঃ ড্রাগস বিরোধী অভিযানে ফের সাফল্য পেলো কাছাড় পুলিশ। পলিথিনের প্যাকেটে থাকা হেরোইন উদ্ধারের পাশাপাশি এক পাচারকারীকেও পুলিশ আটক করেছে। একটি বলেরো গাড়িতে তল্লাশি চালিয়ে ১৮২.৮২ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশসূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপনসূত্রে খবর পেয়ে মণিপুর থেকে আসা একটি বলেরো গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। আর তখনই এই বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার হয়।
পুলিশ এ ঘটনায় পাচারকারীকেও আটক করেছে। জানা গেছে তার নাম বিক্রম সিং। বাড়ি জিরিঘাট এলাকায়। বাজেয়াপ্ত করা হেরোইনের বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এ ব্যাপারে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো বলেন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা গোটা রাজ্যকে ড্রাগস মুক্ত করে তোলার পরিকল্পনা নিয়েছেন। এর অঙ্গ হিসেবে কাছাড় জেলায়ও ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গতকাল রাতে জিরিঘাট এলাকায় এমনই এক অভিযানে নামে পুলিশ। সেখানকার দিঘলি বাহাদুরপুর রোডে পুলিশ তল্লাশিতে নামে।
তিনি জানান, এই অভিযানে ১৮টি সাবানের বাক্সে থাকা হেরোইনের প্যাকেট উদ্ধার হয়। সঙ্গে একটি বলেরো পিক-আপ ভ্যানও পুলিশ আটক করে। এসপি জানান, ধৃত পাচারকারী জিরিঘাটের বাহাদুরপুর চা বাগানের পুরনো লাইনের বাসিন্দা বিক্রম সিং। ধৃত ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ আরও তল্লাশি জারি রেখেছে।