Barak UpdatesHappeningsBreaking News
জিপ্যাট পাশ করলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ৮ ছাত্র
ওয়েটুবরাক, ২০ মে : এ বার মর্যাদাসম্পন্ন জিপ্যাট পরীক্ষায় পাশ করলেন আসাম বিশ্ববিদ্যালয়ের আটজন ছাত্র৷ তাঁরা হলেন মৃদুল পোখরেল, বন্দনা নাথ, সুপ্রিয় দাস, রবিন দেবনাথ, জিয়াউল মজুমদার, অপূর্ব দাস, সুমিত দাস এবং কেভিসাজো পোহেনা৷
ফার্মাসিটিউক্যাল সায়েন্সের স্নাতকদের বিশেষ যোগ্যতা নির্ণায়ক সর্বভারতীয় পরীক্ষা হল গ্র্যাজুয়েট অ্যাপটিচ্যুড টেস্ট ইন ফার্মেসি বা জিপ্যাট৷ এই পরীক্ষা পরিচালনা করে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিএ)৷
আসাম বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিটিউক্যাল সায়েন্সের ডিন সুপ্রতীম রায় জানিয়েছেন, এই পরীক্ষায় পাশের ফলে তাঁরা এখন স্নাতকোত্তর কোর্সে ফেলোশিপ পাবেন৷ প্রতি বছরই আসাম বিশ্ববিদ্যালয়ের দুই-চারজন এই ফেলোশিপ পান৷ এ বার সংখ্যাটা অনেক বেশি৷ তা খুব আনন্দদায়ক৷ একসঙ্গে আটজনের জিপ্যাট পাশের খবরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. সুপ্রবীর দত্তরায় সন্তোষ প্রকাশ করেছেন৷ তিনি পাশ করা আটজনকে শুভেচ্ছা জানিয়েছেন৷