NE UpdatesHappeningsBreaking News
জবরদখল মুক্ত করতে পদ্মের পর প্রদীপ হাজরিকাকেও মন্ত্রীর মর্যাদা
ওয়েটুবরাক, ২৪ নভেম্বর: অসমের যে সব সত্রের জমি বেদখল হয়েছে, সেগুলি দখলমুক্ত করতে আমগুড়ির বিধায়ক প্রদীপ হাজরিকাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে৷ সঙ্গে তাঁকে দেওয়া হয়েছে মন্ত্রীর মর্যাদা। এর আগে গরুখুঁটির ৭৭ হাজার বিঘা জমি পুনরুদ্ধার করা এবং সেখানে কৃষি ও পশুপালন শুরু করানোর বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল অপর বিধায়ক পদ্ম হাজরিকাকে৷ তাঁকেও মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়৷ মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ বুধবার বঙাইগাঁওয়ে হওয়া মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেন, প্রদীপ হাজরিকার নেতৃত্বে তিন সদস্যের বিশেষ কমিটিই বেদখল হওয়া সত্রের জমি পুনরুদ্ধার করবে। অন্য দুই সদস্য হলেন বিধায়ক মৃণাল শইকিয়া ও রূপক শর্মা৷
মন্ত্রিসভায় আরও সিদ্ধান্ত হয়, রাজ্যের সব মাধ্যমিক স্কুলকে উচ্চমাধ্যমিক স্কুলে রূপান্তরিত করা হবে। প্রথম পর্যায়ে উচ্চমাধ্যমিক হবে হাজারটি মাধ্যমিক স্কুল। এ বার থেকে স্কুলে থাকবে ১৫টি শ্রেণি। সব নিম্ন প্রথমিক স্কুলকে কাছের মধ্য-ইংরাজি স্কুলের সঙ্গে যুক্ত করা হবে। আরও জানানো হয়, বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য রাজ্যের সব সরকারি কর্মীকে জানুয়ারির ৬-৭ তারিখ ছুটি দেওয়া হবে।
বেকার যুবকদের কর্মসংস্থানে উৎসাহ দেওয়া ও মাতৃভাষায় লেখাপড়া করা ছাত্রছাত্রীদের মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির ক্ষেত্রে সাহায্য করতে তৈরি হবে যুব কমিশন। অসম আন্দোলনে স্বজন হারানোদের সাহায্য করতে তৈরি হবে একটি ট্রাস্ট। আপাতত সেই তহবিলে বরাদ্দ হবে ৫০০ কোটি টাকা। মন্ত্রিসভা আরও সিদ্ধান্ত নিয়েছে, শহরাঞ্চলে জমির পাট্টার জন্য আবেদন জানাতে ওই জমি এখন থেকে আর বিশ বছর নয়, দশ বছর দখলে থাকলেই চলবে।