NE UpdatesAnalyticsBreaking News

জনগণের ক্ষতি করার চেষ্টা করলেই অ্যাকশন : বিশেষ ডিজিপি হরমিত সিং

গুয়াহাটি, ১৮ আগস্ট : জনগণের নিরাপত্তা দেওয়া নিরাপত্তা বাহিনীর কাজ। মানুষের ক্ষতি করতে কেউ চেষ্টা করলেই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। রাজ্যের ২৫টি স্থানে আলফার বোমা রাখার প্রসঙ্গে এ মন্তব্য করলেন অসম পুলিশের বিশেষ ডিজিপি হরমিত সিং। তিনি বলেন, কেউ বলেছে বোমা আছে, আবার কেউ বলেছে বোমা নেই, এমন হলে চলবে না। যেখানেই বোমা উদ্ধার হয়েছে, সেখানে মামলা করা হয়েছে। বিশেষ ডিজিপি হরমিত সিং আরও বলেন, অসমের যেখানে বোমাসদৃশ বস্তু পাওয়া গিয়েছে, সেখানেই এসআইটি গঠন করা হয়েছে ৷ বিভিন্ন জেলায় এই ঘটনা জেলা পুলিশ সুপার তদারকি করছেন, তবে এর পাশাপাশি গুয়াহাটিতে ডিসিপি ও এসিপি এর দেখাশোনা করছেন।

 

আলফা স্বাধীনের স্থাপন করা বোমার খোঁজে এবং সংগঠনের এইসব কাজ বন্ধ প্রতিহত করতে জেলায় জেলায় পুলিশের শীর্ষ আধিকারিক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শনিবার শিবসাগরে বিশেষ তৎপরতা চালানোর পর রবিবার ডিব্রুগড়ে কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ। রাজ্য পুলিশের বিশেষ সঞ্চালক প্রধান হরমিত সিং এ দিন ডিব্রুগড়ে এক বৈঠকে মিলিত হন।  এছাড়াও এই বৈঠকে আইজিপি প্রশাসন পার্থসারথি মহন্ত, আইজিপি উত্তরপূর্ব সত্যরাজ হাজরিকা এবং ডিব্রুগড়, ধেমাজি, লখিমপুর, তিনসুকিয়া ও সদিয়া জেলার পুলিশ সুপার ও বিভিন্ন থানার ওসিরা উপস্থিত ছিলেন।

এই বৈঠকে আলফার রাখা বোমা উদ্ধারের পর এর তদন্ত প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ ডিজিপি হরমিত সিং বলেন, ডিব্রুগড়ে অনুষ্ঠিত বৈঠকে তদন্ত প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জনগণকে নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার জন্য যা যা করা দরকার, সব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker