India & World UpdatesHappeningsBreaking News
চার রাজ্যে মোট ভোট কংগ্রেসেরই বেশি, সাফল্য রাহুলের, দাবি সঞ্জীবের
ওয়েটুবরাক, ৪ ডিসেম্বর : কংগ্রেস পার্টি মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও তেলেঙ্গানা চার রাজ্যে মোট ৪,৯০,৬৯,৪৬২ ভোট পেয়েছে৷ বিজেপি ৪,৮১,২৯,৩২৫ ভোট পেয়েছে।
আসাম প্রদেশ কংগ্রেস মুখপাত্র সঞ্জীব রায় এই পরিসংখ্যান তুলে ধরে বলেন, তাতে প্রমাণিত, রাহুল গান্ধীর নেতৃত্বে “ভারত জোড়ো যাত্রা” দুর্দান্ত সাফল্য এনে দিয়েছে৷ যদিও কংগ্রেসের অর্জিত বিপুল ভোট, বিভিন্ন কারণে আসন সংখ্যায় রূপান্তরিত হতে পারেনি, তবে তা অবশ্যই ভারতজুড়ে কংগ্রেস কর্মীদের নৈতিকতা ও উৎসাহ বৃদ্ধি করবে। দলের কর্মীদের ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য অবিলম্বে ঝাঁপিয়ে পড়তে পরামর্শ দেন তিনি৷ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, দলের বরিষ্ঠ নেতা এবং তৃণমূল কর্মীদের প্রচেষ্টায় ২০২৪ সালে ইতিবাচক ফলাফল মিলবে বলেই আশাবাদী।
তাঁর কথায়, চার রাজ্যে কংগ্রেস পার্টির অর্জিত ভোটগুলিও কংগ্রেস কর্মীদের অনেক দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার মনোবল বাড়াবে ও কংগ্রেস কর্মীরা উজ্জীবিত হবে।