Barak UpdatesHappeningsBreaking NewsFeature Story
চলে গেলেন শিলচরের সুপরিচিত ব্যক্তিত্ব প্রদীপ কুমার দেব, লিখছেন ডঃ অপ্রতিম নাগ
৬ আগস্ট : মৃত্যুলোকে পাড়ি দিলেন শিলচর তথা বরাক উপত্যাকার সুপরিচিত ব্যক্তিত্ব প্রদীপ কুমার দেব । কোভিড পরবর্তী জটিলতায় আক্রান্ত হয়ে আজ রাত দশটা বেজে পনেরো মিনিট নাগাদ গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । গত প্রায় পনের দিন ধরে উনি মৃত্যুর সাথে দাঁতে দাঁত চেপে পাঞ্জা লড়ে অবশেষে হার মানেন| মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৫ বছর| কর্মজীবনে তিনি শিক্ষক হিসেবে নেহেরু হাইস্কুল, সিঙ্গারীতে কর্মরত ছিলেন ।
সামাজিক ও নাগরিক জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলনে প্রদীপ বাবু সবসময় অগ্রণী ভূমিকা নিতেন । এর মধ্যে শহীদ ক্ষুদিরাম মূর্তি প্রতিষ্ঠা , লামডিং- শিলচর ব্রডগেজ সম্প্রসারণ ইত্যাদি বিষয়ে উনার অমানুষিক পরিশ্রম ও সংগ্রাম এতদঞ্চলের মানুষ কৃতজ্ঞচিত্তে স্মরণ করবেন| এছাড়াও শিলচর মেডিক্যাল কলেজ নিয়ে আন্দোলন, নাগরিকত্ব সংশোধনী আইন বিষয়ক আন্দোলন, নাগরিক অধিকার সুরক্ষা সমিতির আন্দোলন , ইত্যাদিতেও প্রদীপ বাবু সদর্থক ভূমিকা নিয়েছিলেন।
গত শতকের সাতের দশকে প্রদীপবাবু এস. ইউ, সি. আই দলের মতাদর্শের প্রতি আকৃষ্ট হয়ে সেই দলে যোগদান করেন এবং একসময় দলের কাছাড় জেলা সমিতির সম্পাদকের দায়িত্বও পলিন করেন।
মৃত্যুর সময় উনি উনার পত্নী, এক পুত্র, কন্যা, জামাতা ও দুই নাতিকে রেখে গিয়েছেন । অপরিণত বয়সে উনার এই মৃত্যুতে পুরো বরাক উপত্যকায় শোকের ছায়া নেমে এসেছে| উনার মৃত্যুতে বরাক উপত্যকা একজন প্রকৃত সংগ্রামী সমাজসেবক ও নিপাট ভাল মানুষকে হারাল।
ডঃ অপ্রতিম নাগ, বিভাগীয় প্রধান, পদার্থবিদ্যা বিভাগ, গুরুচরণ কলেজ, শিলচর ।