NE UpdatesAnalyticsBreaking News
গুয়াহাটির পাশেই ১০০০ একরে স্যাটেলাইট টাউনশিপ, প্রক্রিয়া শুরু
গুয়াহাটি, ১১ ডিসেম্বর : গুয়াহাটি মহানগরীর বর্ধিত জনসংখ্যা এবং বিভিন্ন দিক থেকে এই শহরের ওপর আসা ক্রমবর্ধমান চাপের ফলে গুয়াহাটির পার্শ্ববর্তী ১০০০ একর এলাকা নিয়ে একটি নতুন স্যাটেলাইট টাউনশিপ গড়ে তোলার পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের গৃহ নির্মাণ ও নগরোন্নন বিভাগ প্রস্তাবিত এই শহরের প্রয়োজনীয়তা নিরূপণ করতে গুয়াহাটি নগর উন্নয়ন কর্তৃপক্ষকে (জিএমডি) দায়িত্ব দিয়েছে।
ইতিমধ্যে জিএমডির পক্ষ থেকে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সিঙ্গাপুর সরকারের একটি বিশেষজ্ঞ সংস্থা মেসার্স আরবানা জুরং ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডকে এই টাউনশিপের মাস্টার প্ল্যান ও উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করার জন্য পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছে। পরামর্শদাতা সংস্থাটি ইতিমধ্যে তাদের প্রারম্ভিক পরামর্শ সহ এক প্রেজেন্টেশন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এবং গৃহ নির্মাণ ও নগরোন্নয়ন মন্ত্রী অশোক সিংহলের সামনে তুলে ধরেছে। খুব শীঘ্রই তাদের চূড়ান্ত উপস্থাপনা তুলে ধরবে।
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর বৈঠকে স্যাটেলাইট টাউনশিপের উন্নয়নের বিষয়টি বিশেষ গুরুত্ব লাভ করেছিল। ২০২২-২৩ বছরের রাজ্য বাজেটে গুয়াহাটির পাশে একটি বিশ্বমানের সুসংহত বাণিজ্যিক শহর অমৃত গুয়াহাটি সুসংহত গ্লোবাল সিটি গড়ে তোলার জন্য সরকার ঘোষণা করেছিল। প্রস্তাবিত এই শহরটি এক হাজার একর জমির ওপর গড়ে তোলা হবে বলেও উল্লেখ করা হয়েছিল।