Barak UpdatesHappeningsBreaking News
গুচ্ছ দাবিপ্রস্তাব নিয়ে পেগুর কাছে সায়ন্তনরা
ওয়েটুবরাক, ২৪ জুলাই: বৃহস্পতিবার শিলচর সার্কিট হাউসে মন্ত্রী রণোজ পেগুর কাছে একগুচ্ছ দাবিপ্রস্তাব নিয়ে হাজির হলেন সায়ন্তনরা। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা স্মারকপত্র তাঁর হাতে তুলে দিয়ে তাঁরা পাঁচগ্রামে এইচপিসির জমিতে বৃহৎ শিল্প স্থাপন এবং বরাকের অন্যান্য অঞ্চলেও শিল্প কারখানা ও আইটি স্থাপনের দাবি জানান। তাঁরা স্মারকপত্রে মনে করিয়ে দেন, গত নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী পাঁচগ্রামের এইচপিসির খালি জায়গায় জাগিরোডের মতো বৃহৎ শিল্প স্থাপনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাঁরা শিলচরে স্টার্ট-আপ ইনকিউবেশন সেন্টার খোলার দাবি জানান৷ বলেন, এর মাধ্যমে বরাকের যুব প্রজন্মের মধ্য থেকে এন্টারপ্রেনার জন্ম নেবে৷ বিপুল কর্মসংস্থান ও আয়ের সুযোগ ঘটার ক্ষেত্রে সুবিধা হবে। এছাড়াও প্রস্তাবিত মাল্টিমডেল লজিস্টিক পার্কের বাস্তবায়ন, শিলচরকে কেন্দ্রীয় সরকারের সম্ভাবনাময় স্মার্ট সিটির তালিকাতে অন্তর্ভুক্ত করারও দাবি করেন সায়ন্তনরা৷ তাঁদের আশা, তাতে করে কেন্দ্র ও রাজ্যের মিলিত বৃহৎ ফান্ডে গড়ে তোলা যাবে আগামীর আধুনিক শিলচর।
বরাকে অবস্থিত খাসপুর রাজবাড়ি, শনবিল, সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত মালেগড় টিলা, ভুবন মন্দির প্রভৃতিকে উন্নত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান রেখেছেন সায়ন্তনরা। এবারের কেন্দ্রীয় বাজেট প্রস্তাবে পিলগ্রিম ট্যুরিজমের ওপর জোর দেওয়া হয়েছে, এই কথা উল্লেখ করে বরাকের ভুবন তীর্থকেও আদর্শ পিলগ্রিম ট্যুরিজম কেন্দ্র হিসেবে গড়ে তোলার অনুরোধ করা হয়েছে। উন্নত পর্যটন স্থানীয় অর্থনীতির বিকাশ ঘটায় বলে বাংলাদেশ হয়ে শিলচর কলকাতা রেল যোগাযোগ এবং শিলচর গুয়াহাটি বিকল্প রেল যোগাযোগ তৈরিরও অনুরোধ করেন। শিলচর মেডিক্যাল কলেজের পাঁচশো শয্যার নতুন হাসপাতাল ভবন নির্মাণের কাজ অবিলম্বে শেষ করা ও সুপার স্পেশালিটি ব্লক তৈরির কাজ দ্রুত শুরু করার দাবি রেখেছেন। প্রস্তাবিত বিবেকানন্দ কালচারাল কমপ্লেক্স ও রিসার্চ সেন্টারের বাস্তবায়ন ও শিলচর জেলা গ্রন্থাগার ভবন নবনির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করারও অনুরোধ জানান সায়ন্তনরা।