Barak UpdatesHappeningsCultureBreaking News
গানে গানে বর্ষবরণ, সুরসাধনা সঙ্গীত শিক্ষালয়ের অনুষ্ঠানে বাংলা চর্চায় গুরুত্ব
ওয়েটুবরাক, ২২ এপ্রিলঃ গত ১৯ এপ্রিল গানে গানে বর্ষবরণ করল সুরসাধনা সঙ্গীত শিক্ষালয় এবং হোটেল ইলোরা কর্তৃপক্ষ। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকর্মী সাধন পুরকায়স্থ, লেখক দীপঙ্কর ঘোষ, সঙ্গীতশিল্পী নিপু শর্মা, কবি মৃদুলা ভট্টাচার্য, সাংবাদিক উত্তমকুমার সাহা এবং হোটেল ইলোরার কর্ণধার স্বর্ণালী চৌধুরী। তাঁদের সবাইকে সুরসাধনা সঙ্গীত শিক্ষালয়ের পক্ষ থেকে অধ্যক্ষা শর্মিষ্ঠা দাস চাকি সংবর্ধনা জানান। সংবর্ধনার জবাবে মৃদুলা ভট্টাচার্য স্বরচিত কবিতা পাঠ করেন। নিপু শর্মা রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনান। বাকি সংবর্ধিতরা তাঁদের সংক্ষিপ্ত বক্তৃতায় বাংলাভাষার প্রচার-প্রসারে গুুরুত্ব আরোপ করেন। তাঁদের কথায়, নিজের ভাষা-সংস্কৃতি, ঐতিহ্য-কৃষ্টি, আত্মপরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল না থাকলে কেউ অপরের ভাষা-সংস্কৃতির প্রতিও উপযুক্ত মর্যাদা প্রদান করতে পারবেন না। নিজের মাতৃভাষায় লিখতে-পড়তে পারার ওপর জোর দেন শর্মিষ্ঠা দাস চাকিও। তিনি বলেন, তাঁর শিক্ষার্থীদের তিনি বাংলায় গান লিখতে বাধ্য করেন। তাতে তিনি শুধু গানই শেখান না, বহু ছেলেমেয়েকেও বাংলাও শেখাচ্ছেন।
উদ্বোধনী পর্বে সুরসাধনা সঙ্গীত শিক্ষালয়ের শিক্ষার্থীদের সমবেত সঙ্গীতের পরই একক সঙ্গীত পরিবেশনায় সকলকে বিস্মিত করেন শুভলক্ষ্মী চৌধুরী। পুরো অনুষ্ঠান জুড়ে নানা ধরনের গান গেয়ে শোনান সীমা পুরকায়স্থ, বৈশালী চক্রবর্তী, ব্রততী চক্রবর্তী, অর্ঘকোমল চৌধুরী, দীক্ষা দত্ত, আহেলী চৌধুরী, ভাস্বতী চৌধুরী, লিপি দাস, অন্বেষা দেব, সার্বভৌম ভট্টাচার্য, শ্রদ্ধা দাস, ও সুশ্বেতা নাথ। শর্মিষ্ঠা দাস চাকিও বেশকটি সঙ্গীত পরিবেশন করেন। শিল্পীদের সিন্থেসাইজারে সহযোগিতা করেন নিরূপম বড়ভুইয়া এবং তবলায় ছিলেন উৎপল বিশ্বাস। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আবৃত্তি পরিবেশন করেন দীপঙ্কর ঘোষ, স্বর্ণালী চৌধুরী ও স্বপন নাথ। সঞ্চালনায় ছিলেন শৌভিক ভট্টাচার্য।