India & World UpdatesHappeningsBreaking News
গতিপথ পাল্টে ঝাড়খণ্ডের দিকে ইয়াস
ওয়েটুবরাক, ২৬ মেঃ প্রবল শক্তি নিয়ে স্থলভাগে আছড়ে পড়ল ইয়াস। ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূলে দাপট দেখিয়ে সে এখন ঝাড়খণ্ডের দিকে রওয়ানা দিয়েছে। সমুদ্রের জলস্তর বেড়ে প্লাবিত হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক এলাকা। ওড়িশার ধামরা বন্দর অতিক্রম করে বালেশ্বর দক্ষিণ দিয়ে এগিয়ে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড়। যে দিকে যাচ্ছে, প্রবল বৃষ্টিপাত হচ্ছে। অনুমান, বৃহস্পতিবার সকালে ঝাড়খণ্ডে পৌঁছাবে সে। এর আগে পর্যন্ত তার তাণ্ডব চালাবে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলেই। ঝাড়খণ্ডে কিছুটা শক্তি কমবে তার, এমনই অভিমত আবহাওয়াবিদদের।