Barak UpdatesHappeningsBreaking News

গণিরগ্রামের জেআর এইচ এস কেন্দ্রের ইংরেজি পরীক্ষা বাতিল

ওয়েটুবরাক, ৬ মার্চ : প্রথম পরীক্ষার দিন থেকে গণিরগ্রামের জেআর হায়ার সেকেন্ডারি স্কুল পরীক্ষাকেন্দ্রে গণটোকাটুকি চলছে৷ বৈদ্যুতিন ও সামাজিক মাধ্যমের সুবাদে নকল সরবরাহের জন্য হুড়োহুড়ির দৃশ্য ভাইরাল হলে পাঁচজনকে গ্রেফতার করা হয়৷ সোমবার তাই পরীক্ষাকেন্দ্রে কড়া প্রহরার ব্যবস্থা করা হয়৷ হলে ঢোকার মুখে ব্যাপক তল্লাশি চলে৷ তাতে ধরা পড়ে অধিকাংশ পরীক্ষার্থী নকল নিয়ে এসেছে৷ কেউ হাতের লেখা, কেউ বইয়ের পাতা৷ শেষে নকল বাজেয়াপ্ত করে পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে দেওয়া হয়৷ তবে পরীক্ষা শেষ হতেই এই কেন্দ্রের ৩ মার্চ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা বাতিল করা হয়েছে৷ কম্পার্টমৈন্টাল পরীক্ষার সময় এই স্কুল কেন্দ্রের ৭৬০ পরীক্ষার্থীর সবাইকে ফের ইংরেজি পরীক্ষা ফের দিতে হবে ৷

Rananuj

তবে বিষয়টি যে এখানেই শেষ নয়, এর ইঙ্গিত রয়েছে সেবা সচিব স্বাক্ষরিত পরীক্ষা বাতিলের নির্দেশে৷ এর প্রতিলিপি শিক্ষা বিভাগের সঞ্চালকের কাছে পাঠিয়ে জেআর হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ বা সেন্টার ইনচার্জের বিরুদ্ধে ‘ডিসিপ্লিনারি অ্যাকশন’ নিতে বলা হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker