Barak UpdatesHappeningsBreaking News
ক্রয়বিক্রয় শেখাতে বাজার বসল ডিএনএনকে স্কুলে
ওয়েটুবরাক, ২৪ ডিসেম্বর: ক্রয়বিক্রয়ে দক্ষ করে তুলতে, এর নানা কৌশল শেখানোর লক্ষ্যকে সামনে রেখে দীননাথ নব কিশোর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এনএসএস ও অর্থনীতি বিভাগের যৌথ উদ্যোগে সোমবার স্কুল চত্বরেই বাজারের আয়োজন করা হয়। ছাত্রীরা বাড়ির হরেকরকম শাকসবজি, পিঠাপুলি, নিজেদের আঁকা ছবি, নিজেদের তৈরি ইমিটেশনের গহনার সম্ভার নিয়ে বসে। বাজার শুরু হয় সকাল ১০টায়, প্রায় ১ ঘন্টায় সব বিক্রি হয়ে যায়। বাজারের নিয়ম মেনে দামদর করে ক্রেতা-বিক্রেতার মধ্যে আদান প্রদান হয়। অনেক ভালো লাগার মধ্যে লক্ষণীয় ছিল যে, ছাত্রীরা নানা ধরনের খাবার হুলুস্থুল করে কিনে খেয়েছে। উন্নত রুচিবোধের পরিচয় দিয়ে শিল্পীর প্রতি মর্যাদা প্রদর্শন করে ৫০ টাকা দিয়ে কিছু ছাত্রী হাতে আঁকা ছবিও কিনে।
বিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ অভিজিৎ সাহা এই প্রচেষ্টা সফল করার জন্য সব ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও এর দায়িত্বপ্রাপ্ত এনএসএস শিক্ষক ডঃ সন্দীপ দেবনাথকে অভিনন্দন জানিয়েছেন। ধন্যবাদ জানান বিদ্যালয়ের অর্থনীতি বিভাগকেও। তিনি বলেন, এই বাজার-শিক্ষা থেকে এক-দুইজন ছাত্রীও যদি এন্ট্রেপ্রেনার হওয়ার পথে এগোয় এবং সফল হয়, তবেই এ দিনের প্রয়াস সার্থক হবে।