India & World UpdatesHappeningsBreaking News
কে কে মন্ত্রী হলেন কেন্দ্রে?
১. নরেন্দ্র দামোদর দাস মোদি ২. রাজনাথ সিংহ ৩. অমিত অনিলচন্দ্র শাহ ৪. নীতীন গড়কড়ি ৫. জগৎপ্রকাশ নাড্ডা ৬. শিবরাজ সিং চৌহান ৭. নির্মলা সীতারমন ৮. সুব্রহ্মনিয়ম জয়শঙ্কর ৯. মনোহর লাল ১০. হারাদানাহাল্লি দেবেগৌড়া কুমারস্বামী ১১. পীযূষ বেদপ্রকাশ গোয়েল ১২. ধর্মেন্দ্র প্রধান ১৩. জিতনরাম মাঝি ১৪. রাজীবরঞ্জন সিংহ ১৫. সর্বানন্দ সোনোয়াল ১৬. ড. বীরেন্দ্র কুমার ১৭. কে রামমোহন নাইডু ১৮. প্রহ্লাদ ভেঙ্কটেশ যোশি ১৯. জুয়েল ওরাম ২০. গিরিরাজ সিংহ ২১. অশ্বিনী বৈষ্ণব ২২. জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া ২৩. ভূপেন্দ্র যাদব ২৪. গজেন্দ্রসিং শেখাওয়াত ২৫. অন্নপূর্ণা দেবী ২৬. কিরেন রিজিজু ২৭. হরদীপ সিং পুরী ২৮. ড. মনসুখ মান্ডবিয়া ২৯. গঙ্গাপুরম কিষান রেড্ডি ৩০. চিরাগ পাসোয়ান ৩১. সি আর পাটিল
স্বাধীন প্রতিমন্ত্রী
১ রাও ইন্দ্রজিৎ সিং ২. ড. জিতেন্দ্র সিংহ ৩. অর্জুনরাম মেঘাওয়াল ৪. প্রতাপরাও গণপতরাও যাদব ৫. জয়ন্ত চৌধুরী
প্রতিমন্ত্রী
১. জিতেন্দ্র প্রসাদ ২. শ্রীপদ যশো নায়ক ৩. পঙ্কজ চৌধুরী ৪. কিষান পাল ৫. রামদাস আঠাওয়ালে ৬. রামনাথ ঠাকুর ৭. নিত্যানন্দ রাই ৮. অনুপ্রিয়া প্যাটেল ৯. ভি সোমন্না ১০. ড. প্রেমস্বামী চন্দ্রশেখর ১০. এসপি সিং বাঘেল ১১. শোভা করঙ্গরাজে ১২. কীর্তিবর্ধন সিং ১৩. বিএল ভার্মা ১৪. শান্তনু ঠাকুর ১৫. সুরেশ গোপী ১৬. ড. এল মুরুগন ১৭. অজয় তামতা ১৮. বন্ডি সঞ্জয়কুমার ১৯. কমলেশ পাসোয়ান ২০. ভগীরথ চৌধুরী ২১. সতীশচন্দ্র দুবে ২২. সঞ্জয় শেঠ ২৩. রবনীত সিং ২৪. দুর্গাদাস উইকে ২৫. রক্ষানিখিল খরসে ২৬. সুকান্ত মজুমদার ২৭. সাবিত্রী ঠাকুর ২৮. তোখন শাহু ২৯. রাজভূষণ চৌধুরী ৩০. ভূপতি রাজু শ্রীনিবাস ভার্মা ৩১. হর্ষ মালহোত্রা ৩২. নিমুবেন বাম্ভানিয়া ৩৩ মুরলিধর মোহল ৩৪. জর্জ কুরিয়ান ৩৫. পবিত্র মার্ঘেরিটা