NE UpdatesHappeningsBreaking News

কিশোরী পরিচারিকাকে নির্যাতন, সস্ত্রীক গ্রেফতার সেনাবাহিনীর মেজর

ওয়েটুবরাক, ২৬ সেপ্টেম্বর : কিশোরী পরিচারিকার ওপর শারীরিক নির্যাতনের অভিযোগে হাফলঙে এক সেনা মেজরকে সস্ত্রীক গ্রেফতার করা হয়েছে৷ আদালতের নির্দেশে তাদের জেলে পাঠানো হয়েছে৷

Rananuj

ধৃত মেজর শৈলেন্দ্র কুমার যাদব দুই বছর আগে অসমের ডিমা হাসাও জেলায় কর্মরত ছিলেন৷ তখনই তিনি সেখানকার কিমি রালসানকে বিয়ে করেন৷ পরে হিমাচল প্রদেশের পালামপুরে বদলি হলে স্ত্রী কিমি তাঁর এলাকারই ১৭ বছরের এক কিশোরীকে পরিচারিকা হিসাবে সঙ্গে নিয়ে যান৷ গত বৃহস্পতিবার কিমি বাবার বাড়ি এলে কিশোরীকেও নিয়ে আসেন৷ তখনই নির্যাতনের কথা বেরিয়ে আসে৷ তার সামনের দাঁত ভাঙা, কান কাটা, নাকে কালশিটে দাগ, সারা শরীরে ঘা৷ কিশোরীটি তার মাকে জানায়, কিমি একদিন তার গায়ে গরম দুধ ঢেলে দিয়েছেন৷ প্রায়ই প্রেশার কুকারের ছ্যাঁকা দিয়েছেন৷ স্বামী-স্ত্রী মিলে প্রতিদিন পিটিয়েছেন তাকে৷ কিশোরীর মা রবিবার পুলিশে এজাহার দিলে হিমাচল প্রদেশ থেকে ডেকে আনা হয় মেজর শৈলেন্দ্রকে৷ সোমবার ডিমা হাসাওয়ে পৌঁছতেই গ্রেফতার করা হয় তাঁকে৷ তুলে আনা হয় কিমিকেও৷ আদালতের নির্দেশে দুইজনকেই জেলে পাঠানো হয়েছে৷

পুলিশ সুপার ময়ঙ্ক কুমার জানান, এখন তদন্ত চলবে৷ প্রয়োজনে তাদের রিমান্ডে আনার জন্য আদালতের কাছে আবেদন করা হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker