Barak UpdatesHappeningsBreaking News
কায়স্থগ্রামে মানসিক প্রতিবন্ধী ভিখারিণীকে গণধর্ষণ, গ্রেফতার ৫
ওয়েটুবরাক, ৩ জুলাই: করিমগঞ্জ জেলার কায়স্থগ্রাম বাজার থেকে মানসিক প্রতিবন্ধী মহিলাকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিন্দার ঝড় উঠেছে সর্বত্র৷ এই ঘটনায় জড়িত পাঁচজনকে জালে পুরতে সক্ষম হয়েছে পুলিশ৷ তাঁরা এ সংক্রান্ত এক মামলা গ্রহণ করে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
২৯ জুন রাতের ঘটনা হলেও পুলিশ সোমবার জানতে পেরেই অভিযানে নামে। বিভিন্ন দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সেগুলিতে মহিলাকে টেনেহিঁচড়ে নিয়ে যেতে দেখা যায়৷ ওই সূত্র ধরেই রাতে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়৷ পুলিশ জানায়, এরা দোষ স্বীকার করে৷ তাদের বয়ান, পাঁচ যুবক মিলে একটি অটো রিক্সায় করে মহিলাকে রাতের অন্ধকারে রেলস্টেশনের দিকে নিয়ে যায়। এর পরই পুলিশ বাকি তিনজনকে গ্রেফতার করে৷ ধৃতরা হল প্রাণেশ শর্মা, ফকর মিয়া, আব্দুল মস্তাক, সামিম উদ্দিন ও রিয়াজ উদ্দিন৷ প্রাণেশ কায়স্থগ্রাম বাজারের চৌকিদার৷
পুলিশ আরও জানায়, কায়স্থগ্রাম বাজার সমিতি আগেই ঘটনাটি জানতে পারে৷ নিজেরা বিচার করে পাঁচ যুবককে মাথাপিছু একহাজার টাকা জরিমানা করে। এতে বাজার সমিতির একাধিক কর্মকর্তাও প্রশ্নের মুখে৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদেরই এই ঘটনায় এফআইআর দায়ের করতে হয়৷
মহিলাকে পুলিশ চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজে পাঠিয়েছে৷ তিনি সুস্থ হয়ে উঠলে কোনও হোমে রাখা হবে৷ এ ব্যাপারে এক-দুটি সংস্থা সহযোগিতা করছে বলে পুলিশ জানিয়েছে৷
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের ফাঁসির দাবি করেছে বিশ্ব হিন্দু পরিষদ৷ সংগঠনটির দক্ষিণ অসম প্রান্তের কার্যকর্তা সুজয় শ্যাম বলেন, এমন ঘটনা বরদাস্ত করা যায় না৷