Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়-করিমগঞ্জের এসপি পাচ্ছেন ডিজিপির স্বর্ণপদক
ওয়েটুবরাক, ১ অক্টোবর : কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা ও করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতীম দাস নিজ নিজ জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও দক্ষ নেতৃত্বের জন্য স্বর্ণপদকে ভূষিত হচ্ছেন৷ রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজিপি) তাঁদের এই পুরস্কারের জন্য মনোনীত করেছেন৷
মোট ১১জনকে স্বর্ণপদকে সম্মানিত করা হবে৷ রৌপ্যপদক দেওয়া হবে ১০২ জনকে৷ তাঁদের মধ্যে রয়েছেন করিমগঞ্জের ডিএসপি নারায়ণ বড়ো, ডিমা হাসাওয়ের পঞ্চম আসাম পুলিশ ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এল হাংসিং, করিমগঞ্জ ডিইএফের ইন্সপেক্টর উত্তম অধিকারী ও কনস্টেবল পূর্ণিমা রায়, দুই সাব-ইন্সপেক্টর পলাশ বরা, দিবাকর গগৈ ও নীলভজ্যোতি নাথ, হাইলাকান্দি ডিইএফের ইন্সপেক্টর পল লাললিমসং, তিন সাব-ইন্সপেক্টর নবজ্যোতি লাহন, বিশ্বজ্যোতি দুয়ারি ও লঙ্খমাঙ লাওভম, কাছাড় ডিইএফের ইন্সপেক্টর হিমাক্ষী নাথ, ডিমা হাসাওয়ের পঞ্চম আসাম পুলিশ ব্যাটেলিয়নের হাবিলদার মরমী লাংথাসা ও ল্যান্স নায়েক পবিত্র লাংথাসা, করিমগঞ্জ বর্ডার অর্গানাইজেশনের ল্যান্স নায়েক ফয়জুল ইসলাম, শিলচরের ষষ্ঠ আসাম পুলিশ ব্যাটেলিয়নের ল্যান্স নায়েক উৎপল ঘাটোয়ার, ডিমা হাসাওয়ের পঞ্চম আসাম পুলিশ ব্যাটেলিয়নের ল্যান্স নায়েক উমেশ প্রসাদ এবং করিমগঞ্জ ১৫ নং আসাম পুলিশ ব্যাটেলিয়নের কনস্টেবল সোনু বর্মণ৷