Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ের ৪২ স্বাস্থ্যকেন্দ্রে আয়োজিত হল স্বাস্থ্য সেবা উৎসব
ওয়েটুবরাক, ৬ এপ্রিল : সারা রাজ্যের সঙ্গে কাছাড়েও বৃহস্পতিবার তিন দিবসীয় স্বাস্থ্য সেবা উৎসবের সূচনা হল। শিক্ষা ক্ষেত্রে গুণোৎসবের ধাঁচে রাজ্যে শুরু হয়েছে স্বাস্থ্য সেবা উৎসব। মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য পরিষেবার মান নির্ধারণেই রাজের প্রতিটি জেলায় এই স্বাস্থ্য সেবা উৎসব শুরু হয়েছে। রোগীদের সুরক্ষিত করার পাশাপাশি উন্নতমানের সেবা প্রদান কার্যকরী করার লক্ষ্যে শিলচর অন্নপূর্ণা ঘাট সংলগ্ন এলাকায় স্থিত নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কাছাড় জেলা স্বাস্থ্যসেবা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক রোহন কুমার ঝা৷ এদিন স্বাস্থ্য বিভাগ কাছাড়ের ৪২টি স্বাস্থ্য কেন্দ্রে এই উৎসবের আয়োজন করে। তিন দিবসীয় স্বাস্থ্যসেবা উৎসবের প্রথম দিন শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের চিকিৎসক, প্রশাসনিক বিভিন্ন আধিকারিক,স্বাস্থ্যকর্মী সহ গুয়াহাটি থেকে আগত বিভিন্ন সরকারি আধিকারিক এবং জেলার জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে স্বাস্থ্য কেন্দ্র সমূহ পর্যবেক্ষণ করেন।
উৎসবে ৭০ শতাংশ পাওয়া স্বাস্থ্যকেন্দ্রকে এ গ্রেড, ৫০ থেকে ৬৯ পাওয়া কেন্দ্রকে বি গ্রেড ও ৫০ শতাংশ নম্বর পাওয়া স্বাস্থ্য কেন্দ্রকে সি গ্রেড প্রদান করা হবে। দেশে আসামেই সর্বপ্রথম স্বাস্থ্যসেবা উৎসব শুরু হল৷ এর মাধ্যমে সামগ্রিক ভাবে রাজ্যের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামোগত উন্নতি ঘটবে এবং জনসাধারণকে গুণমান সম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদান সহ অন্যান্য বিষয়ে বিশেষ ভূমিকা পালন করবে বলে জেলাশাসক ঝা আশা প্রকাশ করেন। স্বাস্থ্যসেবা উৎসবে বৃহস্পতিবার শিলচর সিভিল হাসপাতালে ডিআইজি কেজে শইকিয়া এবং উধারবন্দ বিধানসভা চক্রের অন্তর্গত শালগঙ্গা মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে ইভ্যালিউটরের দায়িত্ব পালন করেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো।