Barak UpdatesHappeningsBreaking News
কলেজে ভর্তি হতে গেলে এন্ট্রান্স বাধ্যতামূলক, আবেদনের শেষ ২৬ মার্চ
ওয়েটুবরাক, ১০ মার্চ : আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে এবার ভর্তি হতে গেলে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট দিতে হবে। যারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হবে তাদের কলেজে ভর্তি হতে গেলে এই এন্ট্রান্স টেস্ট বাধ্যতামূলক বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। সূত্রটি জানিয়েছেন, টেস্টে বসার জন্য আবেদন করার শেষ তারিখ আগামী ২৬ মার্চ। পরীক্ষা হবে ১৫ মে থেকে ৩০ মের মধ্যে। রেজাল্ট দেওয়া হবে ৩০ জুন। যারা পাস করবে তারা আসাম সরকার সমর্থ পোর্টালে কলেজ সিলেক্ট করে বিভিন্ন কোর্সে ভর্তির জন্য আবেদন করবে। তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশ করে আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কোনও কলেজে পড়তে হলে ওই এন্ট্রান্স টেস্টে বসার জন্য আবেদনের কথা মাথায় রাখতে হবে৷
এন্ট্রান্সে বসার জন্য আবেদন জানানোর লিংক https://cuetug.ntaonline.in/