India & World UpdatesHappeningsBreaking News
করোনা পর্বে স্কুলগুলিকে ফি কমাতে বলল সুপ্রিম কোর্ট
ওয়েটুবরাক, ৫ মে: অনলাইনে পড়াশোনা চলছে স্কুলে৷ প্রাতিষ্ঠানিক বহু খরচ কমে গিয়েছে তাতে৷ নেই নিয়মিত মেরামতিও৷ অথচ স্কুলগুলি বেতন নিচ্ছে একশো শতাংশ৷ তাতে নড়েচড়ে বসেছে সুপ্রিম কোর্ট৷ নির্দেশ দিয়েছে, ১৫ শতাংশ ফি কমাতে হবে স্কুলগুলিকে৷ সর্বোচ্চ আদালত চায়, অতিমারির সময়ে অভিভাবকদের ওপর চাপ কিছুটা অন্তত কমুক৷
মূলত রাজস্থানের এ সংক্রান্ত একটি মামলার সূত্র ধরেই শীর্ষতম আদালতের এই সিদ্ধান্ত৷ দুই বিচারপতির বেঞ্চ রায়ে উল্লেখ করেছেন, তালাবন্ধ স্কুলে বিদ্যুৎ বিল, জলের বিল কমে গিয়েছে৷ জেনারেটর খরচ, স্টেশনারিও লাগছে না৷ অথচ স্কুলগুলি ফি নিচ্ছে ১০০ শতাংশ, এ কেমন কথা! তাদের ফি কমাতে হবে৷ রায়ে বিচারপতিদ্বয় আরও জানিয়েছেন, করোনা পর্বে কোনও ছাত্রের ফি বকেয়া পড়ে গেলে সেজন্য তাকে অনলাইন ক্লাশ থেকে বঞ্চিত করা চলবে না, পরীক্ষায় বসতে বাধাদানও মেনে নেওয়া হবে না৷