India & World UpdatesHappeningsBreaking News
করোনার সংক্রমণ হার কমছে, দাবি কেন্দ্রের
৩০ সেপ্টেম্বরঃ বর্তমানে ১০ বছরের ঊর্ধ্বে প্রতি ১৫ জনে এক জন করে করোনাভাইরাসের সংস্পর্শে আসছেন। দেশ জুড়ে দ্বিতীয় দফার সেরো-সমীক্ষায় এমনই তথ্য উঠে এল। রক্তের নমুনা পরীক্ষার মাধ্যমে দেশের ২১টি রাজ্যের ৭০ জেলা মিলিয়ে গ্রাম এবং শহরাঞ্চলের ৭০০টি ওয়ার্ডে এই সেরো-সমীক্ষা চালিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। ১৭ অগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এই সমীক্ষা চালানো হয়েছে।
মে মাসের তুলনায় সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমেছে বলে রিপোর্টে জানানো হয়। মঙ্গলবার বিকেলে ওই সমীক্ষার ফলাফল প্রকাশ করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তাদের দাবি, দেশ জুড়ে রক্তের নমুনা পরীক্ষা এবং রোগ চিহ্নিতকরণ বাড়ানোতেই এটা সম্ভব হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে নন সামাজিক দূরত্ব বজায় রাখা, ফেস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহারের উপর জোর দেওয়ার পরামর্শও দিয়েছে আইসিএমআর।
প্রবীণ নাগরিক, কোমর্ডিটি রয়েছে এমন ব্যক্তি, শিশু এবং গর্ভবতী মহিলাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই তাঁদের নিরাপত্তায় গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছে আইসিএমআর। একই সঙ্গে উৎসবের মরসুমে জনসমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।