Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে টিকা শিবির
ওয়েটুবরাক, ২৬ জুন : করোনা দেশে তিনশোর অধিক সংবাদকর্মীর প্রাণ কেড়ে নিয়েছে৷ তাই নিজেদের পরিবারের কথা চিন্তা করে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাবধানতা অবলম্বন করতে সাংবাদিকদের বললেন করিমগঞ্জ প্রেস ক্লাবের মুখ্য উপদেষ্টা হবিবুর রহমান চৌধুরী । তিনি আজ শনিবার কোভিডের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন৷ কোনও ধরনের গুজবে কান না দিয়ে সমাজের সকল স্তরের মানুষকে কোভিড ভ্যাকসিন নিতে আহ্বান জানান তিনি৷
এ দিন বিবেকানন্দ বিএড কলেজে করিমগঞ্জ প্রেস ক্লাবের ভ্যাকসিন শিবিরে দেড় শতাধিক লোক কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ক্লাবের সভাপতি মিহির দেবনাথ। জেলা পরিষদ সভাপতি আশিস নাথ বলেন, শিবিরে শুধু যে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা ভ্যাকসিন নিয়েছেন এমন নয়, সমাজের বিশেষ ভাবে সক্ষম, অশীতিপর বৃদ্ধরাও গিয়ে ভ্যাকসিন নিয়েছেন । তাঁদের পক্ষে ভিড় ঠেলে টিকা দেওয়া সম্ভব হতো না৷
প্রেস ক্লাবের সহ-সভাপতি অরূপ রতন প্রেস ক্লাবের ভ্যাকসিন শিবিরের জন্য স্বাস্থ্য বিভাগের এনএইচএম-এর ভূমিকার উল্লেখ করেন। স্বাস্থ্য বিভাগের ( এনএইচএম ) ডিপিএম হানিফ মোহাম্মদ বলেন, জেলার বদরপুর, পাথারকান্দিতেও সাংবাদিকদের জন্য ভ্যাকসিন শিবির হয়েছে৷ এখন রামকৃষ্ণনগর ও দক্ষিণ করিমগঞ্জে করা হবে । ক্লাবের সম্পাদক অরূপ রায় ভ্যাকসিন শিবিরের জন্য যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান৷
এদিন ভ্যাকসিন শিবিরের প্রত্যেক স্বাস্থ্যকর্মীকে প্রেসক্লাবের তরফে সংবর্ধনা জানানো হয়৷ সংবর্ধিত হন ডিপিএম হানিফ মোহাম্মদ কে আলম,মধুমিতা চন্দা, আজার উদ্দিন, রাজু দাস, নাজিফা ইসলাম লস্কর, হামিদা বেগম চৌধুরী, পূরবী ভুয়ান, আশা কর্মী সোমা দেব সাহা প্রমুখ। বিভিন্ন ভাবে সহযোগিতার জন্য বিএড কলেজের চতুর্থ শ্রেণির দুই কর্মী বিদ্যুৎ বরণ দাস এবং বিষ্ণু দাস কেও সংবর্ধনা জানানো হয়।