India & World UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জের জলযন্ত্রণা, ৭ হাজার সই দিয়ে স্মারকপত্র জেলাশাসককে
১৭ জুন: সামান্য বৃষ্টিতেই করিমগঞ্জ শহর জলে ডুবে যায়৷ নালা-নর্দমা উপচে জল বাড়িঘরে ঢুকে পড়ে৷ রাস্তায় চলাচল অসম্ভব হয়ে দাঁড়ায়৷ এই অবস্থায় করিমগঞ্জের একদল নাগরিক মতাদর্শগত বিভেদ ভুলে এই গুরুত্বপূর্ণ ইস্যুতে জোট বেঁধেছেন৷ অনলাইন-অফলাইনে স্বাক্ষর করেছেন ৭ হাজার মানুষ৷ বুধবার ওই স্মারকলিপি তুলে দেওয়া হয় জেলা উন্নয়ন কর্তৃপক্ষ (ডিডিসি) রঞ্জিতকুমার লস্করের হাতে৷ এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁরা স্মারকপত্রে আর্জি জানান৷
বুধবার স্মারকপত্র প্রদানকালে অন্যান্যদের উপস্থিত ছিলেন ড. নির্মলকুমার সরকার, সৌমিত্র পাল, সব্যসাচী রায়, অরূপ রায় সুবীরবরণ রায়, সৌমিত্রশঙ্কর অধিকারী, রূপক দে, নিরোজিৎ দাস, এসএম জাহির আব্বাস, কল্লোল মহান্ত, ড. রাজীব দাস প্রমুখ৷ তাঁরা বলেন, ৬ বছর আগে মাস্টার ড্রেনেজের নামে শহর ডোবানোর বন্দোবস্ত পাকা হয়েছে৷ বর্তমানেও নানা প্রক্রিয়ায় একই ধরনের কার্যকলাপ চলছে৷ ফলে নর্দমাগুলি ক্রমে সঙ্কুচিত হচ্ছে৷ প্লাস্টিক, থার্মোকলে ভরে উঠছে জল যাওয়ার রাস্তাগুলি৷ সঙ্গে রয়েছে ফুটপাত বেদখলের দরুন জঞ্জাল সাফাইয়ের সমস্যা৷ তাঁরা ওইসব থেকে রেহাইর জন্য জেলা প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন৷
এই স্মারকপত্রে চার হাজার করিমগঞ্জবাসী স্বহস্তে নিজেদের স্বাক্ষর দিয়েছেন৷ নিজের শহরের দুরবস্থায় উদ্বিগ্ন হয়ে দূর-দূরান্ত থেকে অনলাইনে সই করেছেন আরও ৩ হাজার মানুষ৷ তাঁদের মধ্যে রয়েছেন কলকাতা, বেঙ্গালুরু, পুনে, দিল্লি, এমনকী লন্ডনেরও কয়েকজন৷