India & World Updates
কঙ্গনা এ বার জয়ললিতা, চিত্রনাট্য ‘বাহুবলী’ খ্যাত বিজয়েন্দ্রের
২৪ মার্চ : লক্ষীবাঈয়ের ভূমিকায় দারুণ সাড়া ফেলে এ বার নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন কঙ্গনা রানাওয়াত। তিনি এ বার অভিনয় করবেন তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ভূমিকায়। ‘মণিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’তে কঙ্কনা লক্ষ্মীবাঈয়ের ভূমিকায় প্রশংসা কুড়িয়েছেন।
শনিবার আনুষ্ঠানিকভাবে কঙ্গনার জন্মদিনের দিনেই ঘোষণা হল এই ছবির। দু’টি ভাষায় তৈরি হতে চলেছে এই ছবি। তামিলে ছবির নাম হবে ‘থলাইভি’ ও হিন্দিতে ‘জয়া’। ছবির পরিচালনা করবেন এএল বিজয়। এর আগে ‘মাদ্রাসা পত্তিনম’ ও ‘দেইভা থিরুমঙ্গল’ ছবির জন্য বিখ্যাত এই পরিচালক। এ এল বিজয় জানালেন, ‘জয়ললিতা আমাদের দেশের বিশিষ্ট নেত্রী। তাঁর জীবনের উপর ছবি তৈরি করাটা বড় দায়িত্ব, খুব দায়িত্ব ও সততার সঙ্গে কাজটা করতে হবে। কঙ্গনা রানাওয়াতের মতো বড় তারকা এই চরিত্রের জন্য তৈরি হয়েছেন।”
এদিকে কঙ্গনা বলেছেন, “মেইনস্ট্রিম ছবির জন্য প্রয়াত নেত্রীর জীবনের কাহিনি ভীষণই ভাল ভাবনা। এই ছবিটা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।” বলিউডের ‘কুইন’ বলেন, “জয়ললিতাজি এই শতকের সফলতম নেত্রী। তিনি প্রথমে সুপারস্টার ও পরে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। এটা মেইনস্ট্রিম ছবির জন্য অনবদ্য বিষয়।” ছবির চিত্রনাট্য লিখেছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। এর আগে ‘বাহুবলী’, ‘মণিকর্নিকা’ ও ‘বজরঙ্গী ভাইজান’-এর চিত্রনাট্য লিখেছেন তিনি। প্রযোজনার দায়িত্ব যৌথভাবে কাঁধে নিয়েছেন বিষ্ণু বরদান ইন্দুরি ও শৈলেশ আর সিং। ভিব্রি ও কর্মা মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি হতে চলেছে ‘জয়া’।