India & World UpdatesHappeningsBreaking News
ওয়েনাড়ে কংগ্রেস প্রার্থী প্রিয়ঙ্কা, প্রার্থিত্ব নিয়ে ধন্দে সিপিআই
ওয়েটুবরাক, ১৮ জুনঃ রায়বরেলি রেখে দিচ্ছেন তিনি, বোন প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে পাঠাচ্ছেন ওয়েনাড়ে, ঘোষণা করেছেন রাহুল গান্ধী। রাহুলের বিরুদ্ধে লড়ে ওয়েনাড়ে হেরেছিলেন সিপিআই নেত্রী অ্যানি রাজা। এ বার আর প্রিয়ঙ্কার বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন না, ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন ডি রাজার পত্নী অ্যানি।
তাঁর কথায়, “পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের যদি সত্যি মর্যাদা রাখতে হয়, তা হলে সংসদে মহিলা প্রতিনিধিদের সংখ্যা বৃদ্ধি করতে হবে। আমি খুশি যে, ইউডিএফ (কেরলের কংগ্রেস নেতৃত্বাধীন জোট) এক মহিলাকে ওয়েনাড়ে প্রার্থী করেছে।”
রাহুল ২০১৯ সালেও ওয়েনাড় থেকে জিতেছিলেন। এ বারেও তাঁর জিততে কোনও সমস্যা হয়নি। অ্যানি তখন রাহুল তথা কংগ্রেসের বিরুদ্ধে ‘রণংদেহি মেজাজ’ দেখিয়েছিলেন। কিন্তু তিন মাস যেতে না যেতেই বদলে গিয়েছে অ্যানির মেজাজ। তবে সিপিআই কী অবস্থান নেয়, তা এখনও স্পষ্ট নয়।
ওয়েনাড়ই কেন ছাড়লেন রাহুল, কেন রায়বরেলি নয়, এই প্রশ্নে রাহুল কৌশলী জবাব দেন। তিনি বলেন, দুটো আসনের মানুষই দুজন করে সাংসদ পাবেন। আমি ওয়েনাড়ও দেখব। আর প্রিয়ঙ্কা ওয়েনাড় থেকে জিতে রায়বরিলিও দেখবে। রাজনৈতিক বিশ্লেেষকদের মতে, বিজেপির শক্ত জমি উত্তরপ্রদেশে যে ভাবে পদ্মশিবির এ বার ধাক্কা খেয়েছে, তাতে সেই রাজ্যের জেতা আসন ছেড়ে আসা রাহুলের পক্ষে মুশকিল। তাই ওয়েনাড় ছেড়ে দেওয়া ছাড়া উপায় ছিল না।