India & World UpdatesHappeningsBreaking News
ওষুধ সহ দাম কমছে বহু জিনিসের, দাম বাড়বে গ্যাসের

ওয়েটুবরাক, ১ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হল আজ। নির্মলা সীতারামন এই নিয়ে টানা আটবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন।
এ বারের বাজেটে দুধ, চিনি, চায়ের দাম বাড়ার ইঙ্গিত মিলেছে। গ্যাসেরও মূল্যবৃদ্ধি ঘটবে। তবে দাম কমছে এলইডি টিভি-র, ইভি ব্যাটারির, জিংক-লিথিয়াম ব্যাটারির, ফ্রোজেন ফিশ পেস্টের। দাম কমছে নীল চামড়ার, ১২টি খনিজ দ্রব্যের, জাহাজনির্মাণ শিল্পে প্রয়োজনীয় জিনিসপত্রের এবং অন্যান্য মেরিন প্রডাক্টেরও।
বড় ঘোষণা, ক্যানসারের ওষুধের দাম কমছে। দাম কমছে ৩৬টি জীবনদায়ী ওষুধেরও। এই একটি ঘোষণা দেশের মেডিক্যাল পরিকাঠামোকে সম্পূর্ণ নতুন করে গড়ে দেবে।
মানুষের কাছে সবচেয়ে বড় ঘোষণা হল মোবাইলের দাম কমা। মোবাইলের ব্যাটারির দামও কমছে। সঙ্গে কমছে, মোবাইলের আরও আটাশটি আনুষঙ্গিক জিনিসের। ফলে, অনেকটা দামও কমবে মোবাইলের।