Barak UpdatesHappeningsBreaking News
ওয়ার্ডে ভ্যাকসিন নিলেন ৭১৪৮ জন, পজিটিভ ৬২
ওয়েটুবরাক, ৬ জুন: রবিবার শিলচরে ভ্যাকসিনে ব্যাপক সাড়া পাওয়া গেছে। শহরের ২৮টি কেন্দ্রে ১৮বছরের উর্ধ্বের ৭১৪৮ জন নাগরিক টিকা নিয়েছেন এ দিন৷ টিকা নিতে গিয়ে কোভিড টেস্ট করালে ৬২জনকে পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৫৬ জন ৪৫ বছরের উর্ধ্বে এবং ৬ জন ৫০ বছরের ঊর্ধ্বে৷ পজিটিভ শনাক্তদের মধ্যে ৫১ জনকে হোম আইসোলেশনে এবং ৫ জনকে কোভিড কেয়ার সেন্টারে পাঠানো হয়। রবিবার তৃতীয় দিনেও দুই জেলা শিক্ষা আধিকারিক সেমিনা ইয়াসমিন রহমান এবং সুমিত্রা দেব যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভ্যাকসিন দেওয়া চলছে তা পরিদর্শন করে ব্যবস্থাপনা খতিয়ে দেখেন।
শহরের ভ্যাকসিন দেওয়া কেন্দ্রগুলো হলো কাছাড় হাইস্কুল, মালুগ্রাম গার্লস হাইস্কুল, স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যামন্দির, অভয়াচরণ পাঠশালা, ডা. বি সি রায় হায়ার সেকেন্ডারি স্কুল, গভঃ গার্লস হায়ার সেকেন্ডারি, গভঃ বয়েজ হায়ার সেকেন্ডারি, নরসিং হায়ার সেকেন্ডারি, মহিলা কলেজ, পাবলিক হাই স্কুল, নেতাজি বিদ্যাভবন গার্লস হাই স্কুল, তরণীমোহন দাসলস্কর একাডেমি, রাধামাধব কলেজ, শ্রীপল্লি বিদ্যামন্দির( লিংক রোড ), টিচার্স ট্রেনিং কলেজ, সিস্টার নিবেদিতা স্কুল, নিরঞ্জন পাল ইনস্টিটিউট, এম এম বালিকা বিদ্যালয়, দুর্গাশংকর পাঠশালা, অধরচাঁদ হায়ার সেকেন্ডারি, ছোটলাল শেঠ ইনস্টিটিউট, রেডক্রস হাসপাতাল, তারাপুর গার্লস হাই স্কুল, জিসি কলেজ, কেন্দ্রীয় বিদ্যালয় এবং সূর্য কুমার হাই স্কুল৷ সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ১৮বছরের উর্ধ্বের নাগরিকদের বুকিং ছাড়া টিকা দেওয়া হচ্ছে৷ জেলা প্রশাসনের “আরোগ্য শিলচর কর্মসূচি”র অধীনে আগামী ১০ জুন পর্যন্ত শহরের ২৮টি কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া চলবে।