India & World UpdatesHappeningsBreaking News

এ বার করোনার থাবা এনএসজিতে, আক্রান্ত ৫৭

৮ জুন: যে কোনও জরুরি পরিস্থিতিতে দেশের সুরক্ষায় ঝাঁপিয়ে পড়ে এই বিশেষ বাহিনী। এবারে করোনার থাবা বসিয়েছে এই বাহিনীর ওপরেই। ন্যাশনাল সিকিউরিটি গার্ড-এর ৫৭ কমান্ডো এ পর্যন্ত করোনা কোপে পড়েছেন। এর মধ্যে অবশ্য কয়েকজন ছাড়া পেয়েছেন ভাইরাস মুক্ত হয়ে। বাকিরা দিল্লির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Rananuj

মাসের প্রথম সপ্তাহে এনএসজি-র ৩৩ বছরের এক নার্সিং স্টাফের শরীরে প্রথম সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। বেশিরভাগই ‘কন্টাক্ট’ সম্পর্কিত। আক্রান্তদের সবই এনএসজি সদর পালাম ও কমান্ডো গ্যারিসন মানেসর, গুরগাঁওয়ের।

প্রসঙ্গত , ‘ ব্লাকক্যাট’ নামে পরিচিত এই কমান্ডো বাহিনী গঠিত হয়েছিল ১৯৮৪ সালে। ‘ কাউন্টার টেরোরিস্ট ও অ্যান্টি-হাইজেক অপারেশন’ এর জন্যই মূলত প্রতিষ্ঠা এই বিশেষ কমান্ডো ফোর্সের। অত্যাধুনিক অস্ত্র-শস্ত্রে সজ্জিত থাকেন এই বাহিনীর জওয়ানরা। মোট পাঁচটি শাখায় বিভক্ত হয়ে দেশের সেবায় নিজেদের দায়-দায়িত্ব পালন করে থাকে এনএসজি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker