Barak UpdatesHappeningsBreaking News
এমবিবিএসে রাজ্যে দ্বিতীয় প্রাক্তন ছাত্র বিক্রমকে সংবর্ধনা পাবলিক স্কুলে
ওয়ে টু বরাক, ৪ মে : এমবিবিএসের চূড়ান্ত পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান অর্জনকারী প্রাক্তন ছাত্র বিক্রম সূত্রধরকে সংবর্ধনা জানাল পাবলিক হাইয়ার সেকেন্ডারি স্কুল। প্রবল ইচ্ছাশক্তি যেকোনও অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। এর উজ্জ্বল দৃষ্টান্ত শিলচর কনকপুর শ্যামানন্দ লেনের বাসিন্দা বিক্রম সূত্রধর। স্কুলকে গর্বিত করা প্রাক্তন এই ছাত্রের সাফল্যে উল্লসিত পাবলিক স্কুলের পরিচালন সমিতির কর্মকর্তা থেকে শুরু করে অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী সহ গোটা স্কুলের ছাত্ররা।
আনন্দের এই মুহূর্তটি ভাগ করে নিতে শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে এই বিশেষ সাফল্যের জন্য প্রাক্তন ছাত্র বিক্রমকে সংবর্ধনা জানানো হয় স্কুলের পক্ষ থেকে। নিজ স্কুল থেকে এই সম্মান পাওয়ার পর আপ্লুত বিক্রম এই কৃতিত্বের জন্য সে নিজের মা-বাবা পরিবার শিক্ষক-শিক্ষিকার এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে শিক্ষক-শিক্ষিকার উপদেশমূলক কথাগুলো আজ এক বড় প্রাপ্তি বলে অনুভূতি ব্যক্ত করেন তিনি । বিক্রম জানান, এই সাফল্যের পেছনে উৎসাহ জুগিয়ে ছিলেন তাঁর শিক্ষাগুরুরাই।
স্কুল পরিচালনা সমিতির সভাপতি পুলক দাসের পৌরোহিত্যে আয়োজিত এ দিনের সংবর্ধনা সভায় বিক্রমকে উত্তরীয় দিয়ে বরণ করা হয় স্কুলের পক্ষ থেকে। প্রারম্ভিক বক্তব্য রাখতে গিয়ে স্কুল অধ্যক্ষা কবিতা সেনগুপ্ত বিক্রমের এই কৃতিত্বে স্কুলের প্রত্যেকটি সদস্য গর্বিত বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত পড়ুয়াদের উদ্দেশ্যে এসএমডিসি সভাপতি পুলক দাস বলেন, স্কুলের প্রত্যেকটি ছাত্র-ছাত্রীদের মধ্যেই প্রতিভা রয়েছে শুধু সেটাকে বাস্তবায়িত করতে নিষ্ঠা এবং একাগ্রতার সঙ্গে অধ্যবসায় করা প্রয়োজন। পাশাপাশি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। বিক্রমকে অনুসরণ করতে পড়ুয়াদের পরামর্শ দেন সভাপতি।
স্কুল পরিচালনা সমিতির সদস্য দেবাশিস সোম বলেন, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের ছেলে বিক্রম নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের লক্ষ্যকে স্থির রেখে যেভাবে সফলতা পেয়েছেন, তা আমাদের সবার কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। পরিবার কিংবা নিজের শিক্ষা প্রতিষ্ঠানই নয় গোটা শিলচরকে গর্বিত করেছেন বিক্রম। বিদ্যালয়ের পক্ষ থেকে বিক্রমের হাতে সভাপতি পুলক দাস উপহার হিসেবে একটি স্টেথোস্কোপ এবং প্রেশার মাপার মেশিন তুলে দেন। মোমেন্ট ও আর্থিক অনুদান সহ উপহার সামগ্রী তুলে দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে। এছাড়াও এ দিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়ারা।