NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
এপিএসসি কেলেঙ্কারি : বাবা গ্রেফতার, মেয়েকে তলব
ওয়েটুবরাক, ১০ ডিসেম্বরঃ টাকার বিনিময়ে চাকরি মামলায় আসাম পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন মুখ্য পরীক্ষা নিয়ন্ত্রক নন্দবাবু সিংহকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ তদন্তকারী দল (সিট) শনিবার তাঁকে শিলচর থেকে তুলে নিয়ে যায়। রবিবার পুলিশের সিআইডি শাখা তাঁকে টানা জিজ্ঞাসাবাদ চালায়। তাঁর বিরুদ্ধে অর্থের বিনিময়ে উত্তরপত্রে নম্বর বাড়িয়ে দেওয়া এবং কমিশনের বহু নথি আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগ আনা হয়েছে।
তাঁর কন্যা মিনার্ভা দেবী করিমগঞ্জ জেলায় অতিরিক্ত জেলাশাসক পদে কর্মরত রয়েছেন। সিট তাঁকেও ডেকে পাঠিয়েছে। সোমবার তাঁকে গুয়াহাটিতে সিআইডি কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ডাকা হয়েছে এপিএস দীপঙ্কর দত্ত লহকর এবং ধীরাজকুমার জৈনকে। এর আগে এ ভাবেই ডেকে পাঠিয়ে বাঁকাপথে চাকরি নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল পাঁচ এসিএস-এপিএস অফিসারকে।