NE UpdatesHappeningsBreaking News

এক মাসেই নিযুক্তি পরীক্ষার ফলাফল, ঘোষণা হিমন্তের

ওয়েটুবরাক, ২৮ আগস্ট : গত ২১ আগস্ট চতুর্থ শ্রেণির নিযুক্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে৷ আজ ২৮ আগস্ট তৃতীয় শ্রেণির নিযুক্তি পরীক্ষা চলাকালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, আগামী এক মাসের মধ্যে এই নিযুক্তি পরীক্ষা সমূহের ফলাফল ঘোষিত হবে৷ তিনি জানান, আসলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৩৪ হাজার৷ তবে একজনে একাধিক পরীক্ষায় বসার সুযোগ পাওয়ায় মোট খাতা হয় ১৪ লক্ষ৷ তাদের মধ্যে ৩০ হাজার চাকরি পাবেন৷ বাকি সকলের পরীক্ষার মাশুল ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন হিমন্ত৷ তিনি জানান, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মাশুল পাওয়া গিয়েছে, ওই অ্যাকাউন্টে তা ফিরিয়ে দেওয়া হবে৷

মুখ্যমন্ত্রীর এই দুই ঘোষণায় পরীক্ষার্থীরা খুশি৷ তাঁরা বিশেষভাবে উৎফুল্ল এক মাসেই ফলাফল প্রকাশিত হবে জেনে৷ মাশুলের ফেরতের চেয়ে সবাই চাকরিরই প্রত্যাশী বলে জানান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker