India & World Updates
‘এই তো সূর্য উঠেছে’ নতুন বছরে কবিতা লিখলেন মোদি
১ জানুয়ারি : নতুন বছর ২০২১-কে স্বাগত জানিয়ে কবিতা লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্র সরকার শুক্রবার টুইটারে সেই প্রেরণামূলক কবিতা প্রকাশ করেছ। ‘এই তো সূর্য উঠেছে’ অর্থাৎ The Sun Has Just Risen. শিরোনামের কবিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনা, মেডিক্যাল কর্মী ও কৃষকদের কথা বলেছেন। কবিতার পাঠ নিজেই করেছেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তিনি লেখেন, “আপনাদের ২০২১ সালের শুভেচ্ছা জানাচ্ছি! এ বছর সুস্বাস্থ্য, আনন্দ এবং সমৃদ্ধি বয়ে আনুক। আশা ও সুস্থতার চেতনার জয় হোক।”
দেশবাসীকে নববর্ষর শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। তিনি আশা প্রকাশ করেছেন, দেশের জনগণ দেশের অগ্রগতির সাধারণ লক্ষ্য অর্জনে নতুন শক্তি নিয়ে এগিয়ে যাবে। টুইটারে রাষ্ট্রপতি লেখেন, “কোভিড-১৯ পরিস্থিতি থেকে উদ্ভূত চ্যালেঞ্জগুলি একসঙ্গে মোকাবিলা করার জন্য দেশের সংকল্পকে শক্তিশালী করে। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা! নতুন বছর স্বতন্ত্র ও সম্মিলিত উন্নয়নের জন্য নতুন করে সূচনা করার এবং সংকল্প করার সুযোগ করে দেয়।”