Barak UpdatesHappeningsBreaking News
ঊনিশের মহামিছিলে পথে নামল শহর শিলচর
ওয়ে টু বরাক, ১৬ মে ঃ উনিশে মে উদযাপন উপলক্ষে মঙ্গলবার পথে নামল শহর শিলচর। ঊনিশে মে-র প্রাক্কালে এই প্রথমবার মহামিছিলের আয়োজন করেছিল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ মঞ্চ ‘হিউম্যান অব শিলচর’।
আর প্রথমবার আয়োজন করেই যৌথ মঞ্চ পুরোপুরি সফল। বিভিন্ন সংগঠন নিজেদের ব্যানার হাতে নিয়ে যেমন রাস্তায় নেমেছিলেন, তেমনি অনেককেই দেখা গেল এককভাবে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়ে সবার সঙ্গে শামিল হয়েছেন।
এ দিন বিকেলে শিলচর রাঙ্গিরখাড়ি নেতাজি মূর্তির পাদদেশ থেকে এই ‘পথচলা’ শুরু হয়। এরপর শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে মিছিল এগিয়ে চলে। যত সময় গিয়েছে, মিছিলের পরিধি আরও বড় হয়েছে। বেশ কয়েকটি এনজিওকে যেমন মহামিছিলে অংশ নিতে দেখা গেছে, তেমনি রূপম, জেলা ক্রীড়া সংস্থার মতো সংগঠনও ব্যানার নিয়ে যোগ দিয়েছে।
এক বিবৃতিতে হিউম্যান অব শিলচর’-এর পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, ‘আমাদের আত্মপরিচয় বহনকারী উনিশ যে চিরজাগ্রত, তার স্বাক্ষর আমরা এবার রাখতে চাই শহরের বুকে। আমাদের আবেদন, আপনারা নিজেরা এগিয়ে আসুন। সঙ্গে হাত ধরে নিয়ে আসুন পাশের মানুষটিকেও। উনিশের প্রাক্কালে আমাদের সমবেত তর্পণেই হোক শহিদ স্মৃতিচারণ।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘মাতৃভাষা রক্ষার জন্য ১৯৬১ সালের ১৯ মে যে এগারোটি তরতাজা প্রাণ আত্মাহুতি দিয়েছিলেন, এরই ফলস্বরূপ আজ সবাই নিজের মাতৃভাষায় ‘মা’-কে ‘মা’ বলে সম্বোধন করতে পারেন। দীন-দরিদ্র সর্বহারা মানুষেরাও নিজের ভাষায় উচ্চারণ করতে পারেন মনের কথা, মুখের কথা।’ ‘উনিশে মে’কে আমাদের কাছে আত্মপরিচয়ের প্রতীক, আত্মপ্রতিষ্ঠার ঠিকানা বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।