Barak UpdatesHappeningsBreaking News
ছেলেমেয়ে উদ্ধারের দাবিতে ফের অনশনে সোনধন-সোমবালাParents again sit on dharna for recovery of their children
৩১ ডিসেম্বর: মায়ের সঙ্গে বেরিয়েই গত ৯ জুন নিখোঁজ হয়ে যায় ভাইবোন সৌরভ-সুপ্রিয়া৷ পুলিশ তাদের হদিশ বের করতে ব্যর্থ৷ সন্তানদের উদ্ধারের দাবিতে সোমবার সকাল ১০টায় ফের অনশনে বসেন শিলচর আশ্রম রোডের সোনধন দাস ও সোমবালা দাস৷ জানিয়ে দিয়েছেন, ছেলেমেয়েদের খুঁজে না পেলে শহিদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশেই মৃত্যুবরণ করবেন৷ সোনধন-সোমবালার পাশে থাকার অঙ্গীকার করেছে শিশু সুরক্ষা নাগরিক কল্যাণ সমিতি ও আপনজন এনজিও৷
শীতের রাতে প্রবল শৈত্যপ্রবাহের মধ্যেই তাঁরা সেখানে প্রথম রাত কাটিয়ে দেন৷ এই অবস্থায় চাপে পড়ে যায় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ৷ মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে পৌঁছান শিলচর সদর সার্কল অফিসার ধ্রুবজ্যোতি পাঠক৷ সঙ্গে সদর থানার ওসি দীতুমণি গোস্বামী৷ খবর দেন স্বাস্থ্য বিভাগকে৷ অ্যাম্বুলেন্স সহ তারা আসেন৷ অনশনরত দম্পতির স্বাস্থ্য পরীক্ষা করেন৷
এর আগেও তারা এই জায়গাতেই অনশনে বসেছিলেন৷ পুলিশ কর্তারা তখন ২০ দিনের সময় চেয়ে অনশন প্রত্যাহার করান৷ কিন্তু ছেলেমেয়ে দুটিকে আজও খুঁজে পাওয়া যায়নি৷