India & World Updates
উত্তর পূর্বের ব্যাঙ্কগুলোতে অবৈধ অর্থের ঢালাও লেনদেন হচ্ছে, জানাল আয়কর বিভাগ
৩ এপ্রিলঃ বিজেপি শাসিত অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর কনভয় থেকে নির্বাচনী ব্যয় পর্যবেক্ষক ১ কোটি ৮০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করার অভিযোগের মধ্যেই আসন্ন লোকসভা নির্বাচনের আগে উত্তর পূর্বের ব্যাঙ্কগুলোতে সন্দেহজনক অর্থের বড় ধরনের লেনদেনের কথা প্রকাশ করল খোদ আয়কর বিভাগ। নির্বাচনের তারিখ ঘোষণার দিন থেকে বুধবার পর্যন্ত উত্তর পূর্বের বিভিন্ন অঞ্চল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৩.৭৬ কোটি টাকা। তবে এই অর্থ অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর কনভয় থেকে উদ্ধার অর্থের অতিরিক্ত। ২০১৯-এর সাধারণ নির্বাচনের অধিসূচনা জারি হওয়ার পর থেকে উত্তর পূর্বের আয়কর সঞ্চালকালয় মোট ১৫০ জনের অধিক আধিকারিক নিয়োগ করেছে। বুধবার গুয়াহাটির খ্রিস্টানবস্তির আয়কর ভবনে এক সাংবাদিক বৈঠক করে এ কথা জানান বিভাগের মুখ্য সঞ্চালক সঞ্জয় বাহাদুর।
তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়া চলার সময় ব্যাঙ্কগুলোর মাধ্যমে এ ধরনের অবৈধ লেনদেন প্রতিরোধ করার জন্য নির্বাচন কমিশন জেলা নির্বাচন আধিকারিকদের ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি ব্যাঙ্কগুলোতে কোনও ব্যক্তির মাধ্যমে ১০ লক্ষ টাকার বেশি লেনদেন করার তথ্য থাকলে তা আয়কর বিভাগকে জানানো বাধ্যতামূলক বলে নির্দেশ দিয়েছে কমিশন। ইতিমধ্যে প্রাথমিক তথ্যগুলো নির্বাচন কমিশনের নজরে এসেছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের এই নির্দেশ ব্যাঙ্কগুলো সঠিকভাবে পালন করছে না।
আয়কর কর্তা আরও বলেছেন, নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হওয়ার পর অর্থাৎ ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত উত্তর পূর্বের ১১২টি জেলার মধ্যে মাত্র ১৪টি জেলার নির্বাচনী আধিকারিকরাই প্রতিবেদন পাঠিয়েছেন। তাঁর মন্তব্য, বিভাগের পক্ষ থেকে অভিযান চালিয়ে এ পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, সে তুলনায় ব্যাঙ্কের কাছ থেকে পাওয়া তথ্য অত্যন্ত নগণ্য। তিনি বলেন, ইতিমধ্যে ১০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সন্দেহজনক অর্থের লেনদেন হয়েছে বলে জানা গেছে।