Barak UpdatesHappeningsBreaking News
উত্তরণের শিক্ষক সম্মাননা ও শিক্ষানুদান বণ্টন শিলচরে
ওয়ে টু বরাক, ২৫ ডিসেম্বর : উত্তরণ সংস্থার ষষ্ঠদশ বার্ষিক শিক্ষক সম্মাননা এবং শিক্ষানুদান অনুষ্ঠান রবিবার শিলচর মালুগ্রামের স্থানীয় সত্যম শিবম সুন্দরম ভবনে অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে তিন কৃতী অবসরপ্রাপ্ত শিক্ষাব্রতী শীলা ভট্টাচার্য, ঝর্ণা দাস এবং দীপিকা পুরকায়স্থকে সম্মাননা প্রদান করা হয়। সেইসঙ্গে উচ্চ মাধ্যমিক, স্নাতক পরীক্ষায় ভালো ফল করার জন্যে আর্থিকভাবে অনগ্রসর, মেধাবী ৪ জন ছাত্রছাত্রীকে বার্ষিক অনুদান দেওয়া হয়। এছাড়া ৮ জন মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষার শুল্ক ও ১টি করে বই সংস্থার পক্ষ থেকে প্রদান করা হয়।
মালুগ্রাম অঞ্চলের প্রাচীন দাতব্য শিক্ষা প্রতিষ্ঠান সর্বোদয় বিদ্যালয়ের তিন জন ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা করা হয়। সংস্থার সদস্য সদস্যাদের পরিবারের কৃতী ছাত্রছাত্রী সৌমেন দে, অদিতি চক্রবর্তী, বৈভবী সিংহ ও সগৌরব দেবনাথ মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তাদের এই সাফল্যে উৎফুল্লিত হয়ে এ দিন সংস্থার পক্ষ থেকে সম্মানিত করা হয়।
এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভানেত্রী প্রতিমা দাস পাল। উপস্থিত ছিলেন বাবলী ভৌমিক, রামেন্দ্র ভট্টাচার্য, অভিজিৎ দাম, গৌরী চক্রবর্তী, স্মৃতিকণা রায়চৌধুরী, কল্যাণ ধর, মানিক দে, রঞ্জিত শুক্লবৈদ্য, ড. মনিধন সিংহ, চয়ন গুপ্ত, মনিলাল জায়গীরদার, কার্তিক বনিক, যদুগোপাল চ্যাটার্জি, সংস্থার সম্পাদক অরিন্দম চৌধুরী প্রমুখ।