Barak UpdatesHappeningsBreaking News
উইমেন্স কলেজে ছাত্র দিবস উদযাপন

ওয়েটুবরাক, ৪ এপ্রিল: বোডোফা উপেন্দ্রনাথ ব্রহ্মের ৬৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্র দিবস পালন করা হলো উইমেন্স কলেজ শিলচরে। বৃহস্পতিবার, কলেজে আয়োজিত অনুষ্ঠানে উপেন্দ্রনাথ ব্রহ্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কলেজের অধ্যক্ষ ড. সুজিত তেওয়ারি, উপাধ্যক্ষ ড. শান্তনু দাস সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা।
তাঁর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করতে গিয়ে অধ্যক্ষ তেওয়ারী বলেন, বোডোফা ছিলেন একজন সত্যিকারের তেজস্বী নেতা, যিনি বড়ো সম্প্রদায়ের অধিকার রক্ষার জন্য লড়াই করে গেছেন। তার নেতৃত্বে বড়ো সমাজ সহ গোটা অসমের ছাত্র সমাজ এক নতুন দিশা খুঁজে পেয়েছে। ড. তেওয়ারি আরও বলেন যে, শারীরিক প্রতিবন্ধকতাকে পিছনে সরিয়ে অসমের মানুষের অধিকারের লড়াইয়ে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি।
কলেজের উপাধ্যক্ষ শান্তনু দাস বলেন, উপেন্দ্র ব্রহ্ম বরাকের ছাত্র আন্দোলনকেও উদ্বুদ্ধ করেছিলেন।এই অঞ্চলের দীর্ঘদিনের দাবি ছিল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের। উপেন্দ্র ব্রহ্ম এই দাবিকে পূর্ণ ভাবে সমর্থন জানিয়েছিলেনI এই সুবাদেই শিলচরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন সম্ভব হয়েছিল।